শুনলাম -
তোমাদের শহর ও নগর গুলোতে নাকি
মানবতার চর্চা করো,
ঝাপড়ির অন্ধকারে বসে
মহৎ দুর্গ গড়ো ,
প্রতিপক্ষ নাকি তোমাদের বর্ণবোধ দ্যাখে
নিষ্ফল ক্রোধ নিয়ে পালিয়ে যায় |
আমি বিব্রত ও বিপদজনক সরীসৃপ প্রানীর মত
ধূলোর নিঃসঙ্গ পথে
ফেলে দেয়া সেই মানবতা শব্দের খোলস খুঁজি |
মসজিদ মন্দির আর পাঠশালার উঠোনে
কুকুর কাঁদে -
বিবর্ণ পৃথিবীর কোলাহলে মিশে যাওয়া
কুকুরের ক্রন্দন
টলটলে নীল রোদে,
সেই মসজিদ মন্দির আর পাঠাশালার উঠোনে
কুমারীর কন্ঠে রোদন চিৎকার
কেনো ও কেনো -
তোমাদের মানবতা কি বুঝতে পারেনা ?
প্রত্যাখ্যান |`| অক্ষর অনীক
STOP RAPE
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৬