ব্লগে যেই হারে অশান্তি শুরু হইছে, হেই লাইগ্যা অফলাইনে খালি কান্ডু কারখানা দেহি। চারিদিকে চুরি আর অফবাইদ। অর্ক ভাইয়্যের মত মোর এক লেহা এক সহব্লগার নিজের মনে কইরা ফেবুতে দিছিল। মুই কিছু মনে করি নাই। হেতির কাছে ক্ষুমা চাইয়্যা চইল্যা আইছি। ওই দিকে মোর এক শুভাকাঙ্ক্ষী সাহারাতে কইলো মোর লেহা নাকি কার লগে হুবুহু মিল্লা গেছে। তারে অবশ্য ফেসবুকে কইছি প্রমাণ দেন, মুই লেহা বন্ধ কইরা দিমু। ভাব কিংবা প্রভাব থাকতে পারে। এইডা কোনূ ব্যাফার না।
তয় এহন মুই এতই কনফিউজ হইয়্যা গেলাম মুই ভাবতেয়াছি মোর লেহা গুলান কি মুই লেখছিলাম নাকি অন্য কেউ বা কেউ কেউ যুগ্ন ভাবে লেখছে। আফনেরা কেউ যদি আমার কোন লেহা পাইয়্যা থাকেন তাইলে মোরে আগে ভাগে জানাইবেন। চোরের জালায় লেখক চোর হইয়্যা যাইতাছে। চোর লেখক হইতাছে। ব্লগার চুরি করতাছে। চোরেরা ব্লগ ইউজ করতাছে। যুক্তি তর্ক আর প্রমাণ হইতেয়াছে। মুই কনফিউজ এর উপ্রে কুনফিউজ হইতেয়াছি।
প্লিগ হেল্প মি, ব্লগার ভাই ব্রেদার।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:১৮