ইতিমধ্যে ঈদ আমাদের দরোজায় কড়া নাড়ছে, এর মধ্যে একটু বিনোদন না হলে কি হয়
আজকের আলোচনার বিষয়বস্তু হইলো গিয়া সামুর ব্লগে কবি ও কবিতার কবিতামি।
প্রথমেই দেখা যাইতাছে নিচে আলোচিত ব্লগ এর কবিতা তাও আবার সনেট
ইরাম ভয়ংকর কবিতায় আরেকখান ভয়ংকর মন্তব্য :
এইরাম অবস্থায় আমাদের ব্লগার খালিদ সাহেবের জ্বর তার জন্য সবাই প্রার্থনা করুণ
যাউকগা মাঝখানে একখান নুডলস বিরতি, ব্লগার দিক ভ্রান্ত এক পথিক এর পক্ষ থেকে। সাথে তার ইফতারি কবিতা, না পড়লে পুরাই মিস করবেন।
[বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। তোমরা নিশ্চয়ই কবিতা ভালোবাসো? আজ শুধু তোমাদের জন্যই একটা কবিতা লিখে ফেললাম। ভালো লাগলে ফেসবুক-টুইটারে শেয়ার করতে ভুলবে না কিন্তু। কেমন?
প্রিয়তমা তুমি ....
কবি দিকভ্রান্ত এক পথিক
প্রিয়তমা,
তুমি আমার ইফতারির খেজুড়
মুড়ি, ছোলা আর বেগুনি
তোমাকে ভালোবাসি।
প্রিয়তমা,
তুমি রাস্তার পাশের বটগাছ
বটগাছে বসা নীল শালিক
কিংবা হলুদ দোয়েল
তোমাকে ভালোবাসি।।
প্রিয়তমা,
তুমি বর্ষীয়ান পেয়াজ গাছে ঝুলন্ত
নতুন দেশি পেয়াজ
তোমাকে ভালোবাসি।
প্রিয়তমা,
তুমি যমুনা নদী
যমুনার বুকে উড়ে বেড়ানো পেঙ্গুইন
কিংবা রাজঁহাস
তোমাকে এত্তোগুলো ভালোবাসি।
-----------------------------------------
বিদ্রঃ বন্ধুরা, আমার কবিতাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলো না, আর লাইক করো ও কমেন্ট দিয়ো। টা টা বাই বাই
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৭ রাত ৯:২৪।
নুডলস
কবি দিকভ্রান্ত এক পথিক
আমি নুডলস খেতে পছন্দ করি
পেচানো কোকড়ানো নুডলস
আমি নিজেও রান্না করতে পারি
খুব সুস্বাদু হয় সে নুডলস!
নুডলস আমি প্রতিদিন খাই
নুডলসে আমার আপত্তি নাই
আমি ম্যাগী বেশি পছন্দ করি
অন্য ব্রান্ড হলেও আপত্তি নাই।
আমি কাটাচামচ দিয়ে নুডলস খাই
কাঠি দিয়ে খেতে পারি না
নুডলসে লবন বেশি হলে রেগে যাই
তিতকু নুডলস খেতে পারি না।
সুমনা ভালো নুডলস রাধে
আহা সে কি স্বাদ!
নুডলস আবিস্কারের জন্য
মেক্সিকো কে ধন্যবাদ!
ভালো লাগলে শেয়ার করো প্লিইইজ! আর কমেন্ট জানিয়ো কিন্তু! ]
এইবার আসুন আরেকখান জিনিস দেহেন, আমার আসলেই একজন প্রিয় কবির গোফুন তইথ্য
এইবার যা দেখাইতে যাইতাছি তার কোনু ক্যাপসন নাই খালি দেইখ্যা যান
সব মিলাই উপরের পুস্ট খান হইতাছে কছুি কাব্য
হ্যাপি ব্লগিং।
মোর কোন দোষ নাই মনু।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৭ সকাল ১০:১২