আজ সুকান্তের আগমনী দিবস।সাবিত্রী আর সুকান্ত- শুনলেই যেন মনে হয় "মেড ফর ইচ আদার।"একটু পরেই এপার্টমেন্ট এ শুভাকাঙ্ক্ষীদের আগমন ঘটবে।
আমরা হই হুল্লোর, গান বাজনা আর তারাবাজি জ্বালাবো।
আমি আজ খুব সেজেছি। ঠিক সেই দিনের মত। যেদিন ও আমায় ছুড়ে দিয়েছিল ওর প্রথম চুমু। আমাদের প্রণয়ের সব শখের সাত কলা পূর্ণ করবো আজ। খুব বলছিল আমায় এবারের জন্মদিন এ লাল রঙের কেক বানিয়ে দিতে হবে।
এত রঙ থাকতে লাল কেন? লাল নাকি ভালবাসার রঙ।
সন্ধ্যা ঘনিয়ে এলো। সবাই অপেক্ষা করে চলছি। সুকান্ত নেই। মনে হয় বন্ধুদের পাল্লায় পড়ে আজকেও কোথাও ডুব মেরে বসে আছে।চলো আমরা ওকে উদ্দেশ্য করে কেকটা কেটে ফেলি। অতিথিদের জন্য আমার বিনয় ভাষ্য। আচ্ছা, আর একটু অপেক্ষা করি। আমরা গান বাজনা করি। ও চলে আসবে। আজ ওর জন্মদিন। আমাকে ছাড়া ও থাকতেই পারে না।
আমি একটি ধারালো ইস্পাত নিয়ে অপেক্ষা করছি। টেবিলের উপর মোমবাতি জ্বলে নিঃশেষ হচ্ছে। নিচে সুকান্তের লাল রঙের তাজা কেকটি ফুটন্ত গোলাপের মত আমার দিকে তাকিয়ে হাসছে। আমিও মিটি মিটি হেসে চলছি ।
শুভ জন্মদিন।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৫