পুরোনো এক বন্ধুর সাথে বহুদিন পর দেখা । বন্ধুকে বেশ দেশপ্রেমিক বলেই জানি । খুব ইন্সপায়ার করতে জানে । কিন্তু ওর মাঝে একটা বিরাট দোষ (আমার চোখে)- সে খুব হিন্দি সিনেমা দেখে । আমার মতে, যা আমাদের সংস্কৃতি ও তরুণ সমাজকে আজকের পর্যায়ে নিয়ে যাবার জন্য যথেষ্ট ভূমিকা রাখছে ।
তো বন্ধুকে জিজ্ঞেস করলাম যেই চোখ দেশপ্রেমের কথা বলে, দেশকে অন্য চোখে দেখে সেই চোখে আবার হিন্দি সিনেমা দেখা হয় কেন ওসব তো আমাদের সংস্কৃতি-তরুণ প্রজন্মকে গোগ্রাস করে ধ্বংস করছে?
ও একটা উত্তরই দিলো, "মৌচাকে মধু থাকে বিষও থাকে । কোনটা সংগ্রহ করবা সেটা তোমার ব্যাপার ।"
কথাটা খুবই পছন্দ হয়েছিল । ভেবে দেখলাম, আমিই ভুল ছিলাম । আসলে কিছু এড়িয়ে যাবার চেয়ে মোকাবেলা করাই উত্তম । তরুণ প্রজন্ম ইন্ডিয়ান সংস্কৃতি অ্যাডিক্টেড । হোক না! আমরা কেন খারাপ কিছু গ্রহণ করবো? বরং তাদের অনুসরণ করে আমরা উত্সাহ-উদ্দীপনা পেতে পারি । তা আদৌ কি হচ্ছে? ওরা যেভাবে অভিনয় করে, যেকোনো চরিত্রের সাথে একদম মিশে যেতে পারে, সেরকম কয়টা আমাদের দেশের সিনেমায় দেখা যায়? ধরুন হাতে গোণা কয়েকটা । ওদের 'তারে জামিন পার', 'থ্রি ইডিয়টস' কিংবা 'চলো পাল্টাই' থেকে কি নিজেদের আমরা পাল্টাতে পারি না? ওদের 'হ্যাপি নিউ ইয়ার', 'মেরি কম', 'চাক দে ইন্ডিয়া' কিংবা 'নিরজা'-তে নিজেদের দেশের প্রতি যতটা ভালোবাসা-দেশপ্রেম, দায়িত্বশীলতা দেখা যায় তা কি আমাদের একটুও বদলাতে সক্ষম না! অবশ্য সক্ষম কি করে হবে, যদি থাকি সানি লিওন বা যেকোনো পর্ণস্টারে বুঁদ!!! অন্যান্য সকল দেশের সিনেমার ক্ষেত্রতেও একই কথা প্রযোজ্য । দোষটা আমাদেরই, কিন্তু আমরা আসলে মাথাব্যাথায় ওষুধ না দিয়ে মাথা কেটে ফেলতে চাই । অবশ্য মাথাব্যাথা একদমই যখন না সারে, তখন সরকার মাথা কাটার আইন করলেও তাতে বিপক্ষে অবস্থান করবো না । তবে আশা রাখি, শুভ বুদ্ধির উদয় হোক... গ্রহণের গল্প মধুতেই মাখা থাকুক...
জানি না কতটুকু কি হবে, তবে আশা করতে তো আর দোষ নেই......
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ রাত ১:২১