আঘাত!
ওহে, আঘাতকে কেন ভয় করো ভাই?
আঘাতের চেয়ে মহান সুহৃদ এই দুনিয়ায় নাই!
আঘাত মোদের কাঁদতে শেখায়,
জীবনটাকে দেখতে শেখায়,
জীবনধারণ মন্ত্র শেখায়,
জীবনের নব পথটি দেখায় ।
আঘাত ভাঙে সংকীর্ণতার সুউচ্চ প্রাচীর,
আঘাত শেখায় মূল্যটা কী এক চিলতে হাসির ।
আঘাত মোদের জরাজীর্ণ
মুহূর্তে ধুলিস্মাত্ করে ।
আঘাত মোদের করে পূর্ণ
জীবনপথের যাত্রী রূপে গড়ে ।
তাই বলি হে মানব সকল,
আঘাতকে... বাকিটুকু পড়ুন