বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে কুরআনের সবচেয়ে প্রাচীন পান্ডুলিপি আবিষ্কৃত হবার ব্যাপারে তাদের আপলোডকৃত ভিডিও
১৯২০ সালের দিকে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের পাঠাগারের জন্য মধ্যপ্রাচ্যের বহু প্রাচীন, তিন হাজারেরও বেশি পান্ডুলিপি সংগ্রহ করেছিলেন ইরাকী বংশোদ্ভুত ঐতিহাসিক ও যাজক আলফন্সে মিংগানা। প্রায় একশত বছর ধরে পড়ে থাকা এই পান্ডুলিপিটি নজরে আসে পিএইচডি গবেষক আলবা ফেডেলি- র এবং তিনি এর বয়স নির্ধারণ করার জন্য রেডিও কার্বন ডেটিং প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রেডিও কার্বন অ্যাক্সিলেরেটর ইউনিটে এই পরীক্ষা চালানো হয় এবং দেখা যায় ভেড়া বা ছাগলের চামড়ার ওপর লেখা এই পান্ডুলিপি এ যাবৎ প্রাপ্ত বিশ্বে কুরআনের সবচেয়ে পুরনো পান্ডুলিপি যা লেখা হয়েছে ৫৬৮ থেকে ৬৪৫ সালের মধ্যবর্তী কোন সময়ে।
এ সংক্রান্ত বিবিসি- র রিপোর্ট
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের খ্রিস্টান ও ইসলাম ধর্ম বিষয়ক অধ্যাপক ডেভিড থমাস বলেছেন যে, এর অর্থ হল এই পান্ডুলিপি রচিত হয়েছিল ইসলাম ধর্ম প্রবর্তনের কয়েক বছরের মধ্যেই। তিনি বিবিসিকে বলেন, পান্ডুলিপির রচয়িতা সম্ভবত নবীকে জানতেন, তিনি সম্ভবত নবীর দেখা পেয়েছিলেন, সম্ভবত নবীর মুখ থেকে সরাসরি কুরআনের বাণী শুনে থাকবেন। থমাস আরো বলেন, আবিষ্কৃত পান্ডুলিপিতে কুরআনের যে অংশ রয়েছে সেটি বর্তমানে বহুল পঠিত কুরআনের অনুরূপ। এটা এই ধারণাকেই সমর্থন করে যে আমাদের কাছে আজ যে কুরআন আছে তা ইসলামের প্রাথমিক যুগের কুরআনের সাথে সাদৃশ্যপূর্ণ।
এ সংক্রান্ত আলজাজিরার রিপোর্ট
আবিষ্কৃত কুরআনের এই পান্ডুলিপির লিখন পদ্ধতি হিজাযী এবং এতে পবিত্র কুরআনের ১৮ থেকে ২০ নং সূরা (আল কাহফ, মারইয়াম, ত্বোয়া-হা) লেখা আছে। আমি গতকাল এই তিনটি সূরার বঙ্গানুবাদ পড়েছি। প্রিয় পাঠক সূরা আল কাহফ -এর প্রথম আয়াতটি হলো, "সব প্রশংসা আল্লাহর যিনি নিজের বান্দার প্রতি এ গ্রন্থ নাযিল করেছেন এবং তাতে কোন বক্রতা রাখেননি।" আমার মনে হয় বুদ্ধিমানদের জন্য এই একটি আয়াতই যথেষ্ট।
তথ্যসূত্র:
Oldest Koran fragments found in Birmingham University
Tests reveal Quran manuscript is among oldest in the world, says UK university
Koran fragments found in UK library are among world's oldest, says university
One of the world's oldest Quran manuscripts found in UK