আজ থেকে মাইক্রোসফট অফিস বাদ দিয়ে দিলাম, এই ডিসিশন আজকের নয়। অনেক দিন ধরে বাদ দেয়ার চিন্তা করছিলাম । ওপেন অফিস ইউজ করলাম । কিন্তু ঠিক মন মতো সার্ভিস পেলাম না । ওপনে অফিস এ কিছু কাজ ঠিক মত করতে পারতাম না । আমি হাই এন্ড ইউজার না , তাই ইউজার ফ্রেন্ডলি না হলে ইউজ করে মজা পাই না । কিন্তু গত এক মাস থেকে একটা সফ্টওয়্যার পেলাম যা অনেক অনেক অনেক বেশী ইউজার ফ্রেন্ডলি । সাথে এম.এস অফিস এর মত ৬০০ মেগা বাইট- ১ গিগা বাইট জায়গা খায় না । এই সফ্টওয়্যার সাইজ অনলি ৩৯.২ মেগা বাইট ।[/sb. আজকের এই পোস্ট এই সফ্টওয়্যার এর কিছু দিক আলোচনা করব ।
নাম: Kingsoft Office Suite ২০১২
আসুন জেনে নিই এর ফিচার গুলো:
১। ওয়ার্ড , প্রেসেনটেশন ও স্প্রেড শীট সহ এম.এস অফিসের সব সুযোগ সুবিধা আছে ।
২। এছাড়া Paragraph Adjustment, Multiple Document Tabs, Humanized Table Operation,Built-in Office to PDF Converter,Automatic Spell Check, Document Encryption, Share Files via Email
৩। যারা Microsoft Office 2003/2007/2010 ইউজ করেন তারা এই সফ্টওয়্যার ইউজ করে কোন পার্থক্য দেখাতে পারবেন না। ঠিক Microsoft Office 2003/2007/2010 এর মত একটা ছোট্ট সফ্টওয়্যার হলো Kingsoft Office Suite ২০১২ ।
৪ ।
Writer:
Input file formats: Word (97/2000/2003/2007/2010) doc, dot, docx, .rtf, .wps and .wpt formats
Output file formats: Word (97/2000/2003) .doc, .dot, .wps and .wpt format.
Spreadsheets:
Input file formats: Excel (97/2000/2003/2007/2010) .xls, .xlsx, .xlt, .csv, .xml, .html, .et and .ett
Output file formats: Excel (97/2000/2003) .xls, xlt, .csv, .xml, .et, .ett and more.
Presentation:
Input file formats: PowerPoint (97/2000/2003/2007/2010) .ppt, .pptx, .pps, .pot, .dps and .dpt formats
Output file formats: PowerPoint (97/2000/2003) .ppt, .pps, .pot, .dps and .dpt format.
আরও যা যা সুবিধা পাবেন :
১। Fixed the backup mangement, solved dictionary crash problem.
২।Added a function that can convert Kingsoft Presentation into the Kingsoft Writer format
৩। Add water mark, amendment and recording revised formats
৪। Added two direction functionsin the "Text direction" dialog bo.
৫। Column width units support pounds, inches, centimeters, millimeters, character units।
৬।Added "Pick From Drop-down list" option in the right-click menu
যা সমস্যা পাবেন :
১। এক্সেল এর ম্যাক্রো প্লাগ ইন কাজ করবে না । মানে গানিতিক সমীকরন দিয়ে কাজ করা দুরহ ।
২। শুধু এই সমস্যা টা ছাড়া আর কোন প্রবলেম পাবেন না । কিন্তু প্রো ভার্সন টা কিনলে এই সমস্যা থাকবে না ।
Recommended Configurations:
CPU: Pentium III 450 MHz or higher
Memory: 256 MB or larger
Hardware: 250 MB available
ডাউনলোড লিংক :
Click This Link
আসুন সবাই পাইরেটেড সব কিছু কে না বলি। মুক্ত সফ্টওয়্যার এর চর্চা হউক । সামু কে বলব যদি সম্ভব হয় পোস্ট টা যাতে স্টিকি করে রাখেন ।
ধন্যবাদ সবাইকে । ভাল লাগলে কমেন্ট দিবেন ।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৪