একের পর এক নাস্তিক ব্লগার হত্যা কি নাস্তিক্যবাদ মিটিয়ে দিতে পারবে ? মোটেই না ! একটি সর্বসম্মত সর্বজনবীদিত কথা হলো , " আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করতে হয় " যারা এই ধ্যান ধারণায় বিশ্বাসী যে , ইসলাম তরবারীর জোরে ছড়িয়েছে তারা হয়তো সহজেই বলতে পারবেন এ আর নতুন কি ? কিন্তু সত্যিকারের ইসলামী স্কলারগণ এর সাথে একমত নন এবং একমত নন সচেতন মুসলিম সমাজ , আমরা বলি সারা বিশ্বে ইসলাম ছড়িয়েছে তার স্বীয় আলোকজ্জল আদর্শে , গত চৌদ্দশত বছর ইসলাম তার আদর্শ দিয়েই বিপরীত পথ , মত , আদর্শকে পরাস্থ করেছে , ইদানিং কিছু উগ্রপন্থী অতি আবেগী মুসলিম যুবক জঙ্গিবাদের পথকে বেছে নিয়ে বিশ্বের কাছে একটি জঙ্গিবাদী ধর্ম হিসেবে উপস্থাপন করেছে ! এর পেছনে হাত রয়েছে ইসলামের শত্রুদের এটা দ্বীবালোকের ন্যায় সুস্পষ্ট , আল কায়েদা , ইসিস , যাদের আদর্শ অনুসরণ করে ইসলামকে জঙ্গি ধর্ম বলা হয় , এদের মূল হোতা যে , আমেরিকা - ইসরাইল কিছু দিন আগেও নির্বাচনী ক্যাম্পেইনে এমন কথা বলেছেন , ডোনাল্ড ট্রাম্প ( আমেরিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ) " সুতরাং এদেরকে দিয়ে ইসলামের বিচার করা ইসলামী বিরোধী নব্য পলিটিক্স বৈ কিছু নয় ! এই সমস্ত ইসলামের পরিচয়ধারী জঙ্গি দল থেকে প্রতিনিয়ত ইসলামের শ্রেষ্ঠ স্কলারগণ সতর্ক করছেন , এদের বিরোধী বিবৃতি দিয়েছেন , সালেহ আল ফাওযান আল ফাওযান ( সর্বোচ্চ উলামা পরিষদ সদস্য সৌদি আরব ) আব্দুল আযিয আলুশ শায়েখ ( গ্রান্ড মুফতি সৌদি আরব ) , আব্দুর রহমান আস সুদাইস ( ইমাম মক্কা মুকাররামা ) সহ সৌদি আরব এবং বিশ্বের শীর্ষ স্থানীয় ইসলামী স্কলারগণ " সুতরাং এ সমস্ত কর্মকাণ্ড দিয়ে ইসলামকে বিচার করা যাবেনা ! আর নাস্তিক ব্লগারদের আহবান জানাই ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য , ধর্মের শীর্ষ স্থানীয় ব্যক্তিদের নিয়ে বিরূপ মন্তব্য , ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন ব্লগিং বন্ধ করুন সমস্যার সমাধান হয়ে যাবে অন্যথায় এর দায়ভার ইসলাম বা সরকার নেবে না !
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৭