ছোটবেলায় দেখেছি মেরাডোনার খেলা,
খেলা দেখতে দেখতে চলে যেত বেলা।
খেলা তো নয় যেন শিল্প,
অন্য দলের মাঝে যা ছিল অল্প।
ছয়জনকে কাটিয়ে বল ঢুকায় জালে,
প্রতিপক্ষ কাঁদে পরল যেন খালে।
দুই দশক পরে আবার এল মেসি,
ব্রাজিল, জার্মান ভয়ে পালায় - বলে "ভাইরে গেছি"
সবার উপরে আর্জেন্টিনা,তাহার উপরে নাই
এসো সবায় মিলে গাই আর্জেন্টিনার গান গাই।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১০ রাত ১০:১৭