কারো প্রিয় মুভি জনরা থ্রিলার, কারো একশন আবার কারো রোমান্টিক ড্রামা, হরর, সাই-ফাই কিন্তু আমার প্রিয় জনরা ওয়্যার। আর এই ওয়্যার জনরার আইএমডিবিতে ৯ দশমিক ৬ জ্বি হ্যাঁ ৯.৬ রেটিং(৯৫ হাজার ভোটে) প্রাপ্ত ওয়্যার জনরার সেরা মুভি Dag & Dag II দেখে ফেললাম।
ওয়ার্ল্ড ওয়ার থেকে নিয়ে শুরু করে আমেরিকান-রাশিয়ান-জার্মান স্পেশাল ফোর্সের মোটামুটি সব মুভিই দেখেছি কিন্তু এই মুভির মতো ফিল পাই নাই। তুর্কিশ এই সিনেমার প্রথম সিক্যুয়েলে বরফ ঢাকা পাহাড়ে মিলিটারিতে সদ্য নিয়োগ পাওয়া বেকির আর অগুজের শত্রু থেকে বন্ধু হয়ে উঠার কাহিনি দেখায়। আর পরের সিক্যুয়েলে তুর্কিশ স্পেশাল ফোর্স MAK-8 এর একটি সিক্রেট মিশন যেখানে মাত্র ৭জন কমান্ড দুশ'র বেশি আইএসআইএস পিশাচদের নাকানি-চুবানী খাওয়ায়।
এই মুভি কেন দেখবেন? অন্যসব একশন ওয়্যার মুভিতে শুধু কোনো এক ঘটনা কেন্দ্রিক বা কোনো সিক্রেট অপারশনকে ঘিরে কিন্তু এই মুভিতে দেখবেন একজন কমান্ড হয়ে উঠার বিহাইন্ড দ্যা সিন একজন স্পেশাল ফোর্স অফিসারে শ্রম ত্যাগ নিষ্টা আর সাহসিকতা। সব দায়িত্বের বাহিরেও সৈনিকদের একটা নৈতিক দায়িত্ব আছে। আর সেটা হলো অস্তিত্ব বিপন্ন করে হলেও জনগনের কল্যাণ করা যা এই মুভিতে খুব নিখুতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে কমান্ডদের খুনসুটি, যুদ্ধের ভয়াবতা আর নিরীহ গ্রামবাসীর বন্ধুসুলভ আচারন। আর বোনাস হিসেবে পাবেন তুরুষ্কের অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য, চোখ ধাধাঁনো ভিএফক্স এর কাজ, অসাধারন ব্যাকগ্রাউন্ড মিউজিক।
"নিদারূন কষ্ট
একটু ক্ষোভ একটু ভালোবাসা
আর দিনশেষে একটা পরিপুর্ণ আত্মতৃপ্তি" নিয়ে মুভিটা হ্যাপি এন্ডিং হয়।
মুভির নামঃ The Mountain(2012) এবং The Mountain II(2016)
ডিরেক্টর: Alper Çağlar
স্ক্রিনপ্লে: Alper Çağlar
ভাষা: Turkish
লিংকঃ The Mountain ইউটিউবে পাবেন ইংরেজী সাবটাইটেল সহ। এবং The Mountain II এর গুগল ড্রাইভের লিংক দিলাম। আর এটার বাংলা সাব আছে যা সাবসিনে পাবেন।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৫