সাউথ ডাকোটা থেকে নেব্রাস্কা, এই ৫৭ মাইল পথ পাড়ি দেয়াটা খুব একটা কষ্টকর ছিলো না আবার খুব একটা সহজও ছিলোনা। পাহাড়ের গা ঘেষে আকাবাকা পথে নামা, এবং বাতাস। এরপওে একটা ক্যাম্প গ্রাউন্ড খুঁজে পাওয়া গেল, যার মালিক আবার ১৯৭১ সালে বাংলাদেশে এইড ওয়ার্কার হিসেবে কাজ করেছেন। তারপরে এখানে আবার এক বাংলাদেশী শিক্ষকের সাথে দেখা, যিনি শ্যডরন স্টেট কলেজে পড়ান। শ্যডরন নামক ছোট শহরে বাংলাদেশী ডিনার খেয়ে মন্দ গেলনা দিনটা।
পরেরদিন সকালে বাংলাদেশী ফ্যামিলির সাথে নাস্তা সেরে আরও ৪৭ মাইল পথ পড়ি দেয়ার উদ্দেশ্যে রওনা হলাম। সবসময় একটানা সাইকেল চালালে চাকার উপর যে চাপ পড়ে, এই ট্যানডেমেও তার ব্যাতিক্রম দেখা গেল না। শেষপর্যন্ত একজায়গায় থেমে পিছনের চাকা পাল্টাতেও হলো। যায়গাটা সিটি পার্ক, কারণ এই ছোট শহওে আমাদেও কোন ক্যম্পিং গ্রাউন্ড চোখে পড়েনি। এখন আছি গর্ডন, অনেকগুলো বাড়ির মাঝে একটি সিটি পার্কে!
আগের পর্ব
সবগুলো পর্ব






আরও ছবি: Click This Link
সাইট:
http://www.trashmaniac.com
ফেসবুক ও টুইটার: tash2maniac
যে কোন পাঠক আমাদের ছবি যে কোন জায়াগায় প্রকাশ করতে পারবেন শুধু মাত্র যদি দয়া করে ওয়েব এর ঠিকানাটা জুরে দেন। যাত্রা বিবরন লিখার চেষ্টা করছি। আশা করি পোষ্ট করতে পারব।
আমাদের এই কার্যক্রম সম্মন্ধে জানুন