প্রথমপর্ব
দ্বিতীয় পর্ব
তৃতীয় পর্ব
সারাদিন সাইকেল চালিয়ে আবার কম্পিউটারের সামনে বসে ব্লগ লেখাটাতে বেশ আলসেমী লাগে। ফেসবুকেও স্ট্যাটাস আপডেট দিতেও ইচ্ছা করেনা, তবুও যখন দিনের অর্ধেকটা শেষ হওয়ার আগেই ৮৪ মাইল চালিয়ে গন্তব্যে পৌছে যাওয়া যায়, তখন যতটা ক্লান্তই লাগুক না কেন। সেদিনকার কার্যক্রমকে একটু সাজিয়ে লিখতে বেশ ভালোই লাগে।
বলছিলাম আমাদের শেষ যাত্রার কথা। বেশ কঠিন সময় পার করেছি আজ সকাল ৬.১৫ থেকে। ডুবইস থেকে যাত্রা শুরু করেছিলাম ৭৮ মাইল পাড়ি দেব ভেবে! সংগে ১০২ ফারেনহাইট তাপমাত্রার ভয় তো ছিলই। নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ আমরা, তবুও ১০২ ফারেনহাইট? একারনেই তাড়াতাড়ি এই এলাকা ছেড়ে বের হতে চাইছিলাম। এজন্য গতকয়েকদিন থেকে রাস্তায় থামছিলাম কম, সময়টাকে কাজে লাগানোর জন্য। প্রায় ৯০০ মাইল চালিয়েছি গত ২০ দিনে। এ.সি.এ এর ম্যাপের ডিরেকশনও শেষ হতে চলল, কারণ আমরা এখন সাউথ ডাকোটার দিকে যাচ্ছি। আমরা অ্যাডভেঞ্চার সাইক্লিং এসোসিয়েশন এর র্যুট ফলো করতে চেয়েছিলাম, কিন্তু মাউন্ট রাশমোর আমাদের হাতছানি দিয়ে ডাকছে। আজ আছি আর. ভি পার্ক সংলগ্ন একটি ক্যাম্পিং গ্রাউন্ডে। এটি যদিও কোন ক্যাম্পিং গ্রাউন্ড না। কিন্তু আমরা একজন পুলিশ এর কাছ থেকে ৫ ডলার মাথাপিছু দিয়ে, এখানে থাকার অনুমোদন নিয়েছি

রিভারটন, ইয়মিং





যে কোন পাঠক আমাদের ছবি যে কোন জায়াগায় প্রকাশ করতে পারবেন শুধু মাত্র যদি দয়া করে ওয়েব এর ঠিকানাটা জুরে দেন। যাত্রা বিবরন লিখার চেষ্টা করছি। আশা করি পোষ্ট করতে পারব। তবে তার আগে মাঝে মাঝে ছবি প্রকাশ করাটা অনেক সহজ হবে