আমি যখন ছেড়ে যাব এই জগতের আলো,
তখনো কি রাখবে মনে- বাসবে আমায় ভালো।
ছোট্ট ঘরের অন্ধকারে কি যাতনা মোর,
ভেবে কি গো নয়ন হবে অশ্রুতে ভরপুর।
নিত্য পথে চলতে গিয়ে পড়বে কিনা মনে,
এই পথেতে আমিও তো ছিলাম প্রতিক্ষণে।
তোমায় ছাড়া কাটতোনা যার সকাল কিবা রাতি,
কেমন আছে তোমায় ছেড়ে আজকে তোমার সাথী।
রাত বিরাতে চমকে উঠে টেনে নিতে যারে,
আজ কিভাবে রাতটি কাটে- ভুলেই আছ তারে।
কবর দেশের অচীন গুহায় আজ একেলা আমি,
দিন বলে তো নেই কিছু নেই সবটা শুধু যামী।
কদিন পরে গিলে নেবে মাটি আমার দেহ,
ভুলে যাবে নামটি সবে পুঁছবে নাতো কেহ।
মাটির পরে যা কিছুটা শুধুই পুণ্য স্মৃতি,
রাখবে আমায় স্মরণ পরে গাইবে আমার গীতি।
অশরীরি আত্না যদি পারত এসে কাছে,
চাইত শুধু জানতে আজি প্রিয়া কেমন আছে?
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৮ রাত ১২:০৫