এমন বাস্তব কথা আর কেউ কি কয় ???
মহানবি
সাল্লাল্লহুআলাইহিঅছাল্লাম একজন লেখা পড়া না জানা সাধারন মানুষ, যাকে বলা হয় উম্মি,, তিনি বিজ্ঞানি নন, তিনি কবি নন,
তিনি কিছু ভবিষ্যত বানী করে গেছেন, তা সত্য কিনা তা পাঠক যাচাই করতে পারেন।
★আমি যা বলি তা সত্য কারন তা স্রষ্টার দূত জিবরাইল আমাকে জানান
★ এমন এক দিন আসবে যখন নারী পোষাক পরেও উলঙ্গ থাকবে।
★এমন একদিন আসবে যখন ভূমীকম্প বেশি হবে ।
★ এমন একদিন আসবে যখন অধিক পরিমানে বজ্রপাত হবে ।
একজন সাহাবী জিজ্ঞাসা করিলেন, হে সত্য নবি এতো বেশী পরিমানে ভূমীকম্প ও বজ্রপাত হবে কেনো??
সত্য নবি বললেনঃ তখন বেশী পরিমানে মানুষ হত্যা চলবে, খুন ধর্ষন, জুলুম অত্যাচার বেশী হবে, নারীরা বেহায়াপনা ও উলঙ্গপনা এবং বেপর্দায় চলবে, তখন যিনা ব্যভিচার বৈধ মনে করা হবে, মদ্যপান ও ভোগ বিলাসিতা বৃদ্ধি পাবে।
★ এমন একদিন আসবে যেদিন তুমরা দেখবে কিছু যুবক ও তরুনদের দল যাদের মূখে থাকবে নিতী বাক্য অর্থাৎ যারা আল্লাহর বানী কুরআন ও রাসুলের বানী হাদিস, পাঠ করবে, কিন্তূ তারা ইমান আনবেনা।
★ এমন একদিন আসবে তখন এমন কিছু যুবক তরুন, ইসলাম থেকে ঠিক তেমন ভাবে বেড়িয়ে যাবে, যেমন ভাবে ধনুক থেকে তীর দ্রুত গতিতে বেড়িয়ে যায়, অতপর তাদের হত্যা করা হবে
★ এমন একদিন আসবে যখন মানুষ কুরআন পড়বে, কিন্তূ তা তাদের অন্তরে প্রবেশ করবেনা।
(প্রিয় ব্লগার বন্ধুরা আমি সবকটা ভবিষ্যতবানীর সত্যতা প্রমান পেয়েছি,
নারী আজ পুষাক পরেও উলঙ্গ, খুন ধর্ষন ব্যাপকহারে হচ্ছে, ভূমীকম্প, বজ্রপাত, ইত্যাদী দারুন ভাবে লক্ষ করা যাচ্ছে
আর আসবে তরুন প্রজন্ম যাদের মুখে কুরআন হাদিসের বানী থাকবে, কিন্তূ তারা ইমান আনবেনা, তারা কুরআন পড়বে কিন্তূ তা তাদের অন্তরে পৌছবেনা, তারা এমন ভাবে ইসলাম থেকে বেড়িয়ে যাবে যেমন ভাবে ধনুক থেকে তীর বেড়িয়ে যায়, সে সময় তাদের হত্যা করা হবে,, আমি আশ্চর্য হচ্ছি !! এসব বাস্তব চিত্র যেনো মহানবি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন, আমি এটা বেশী লক্ষ করি ব্লগে এমন কিছু ব্লগার আছে যারা কুরআন পড়ে, ও হাদিস পড়ে, কিন্তূ তারা ইমান আনেনা, যাদের ইমান আছে তারাও দ্রুত গতিতে বেড়িয়ে যাচ্ছে, হায়হায় !! এই বাস্তবতা দেখে তাদের ইমানের উপর অটল থাকা উচিৎ,সবাই চরম বাস্তবতা শেয়ার করে জানিয়ে দিন, যে মরার পরের জিবন বিশ্বাস করে তার যদি ইমানের এই কঠিন পরিক্ষায় পাশ করার ইচ্ছা থাকে তবে সে তা করুক, ও ভেবে দেখুক। (একটি কথা সন্দেহবাদীরা মনে রাখুন, নবি কোনো বিজ্ঞানি নন যে তাকে সব বিজ্ঞান বলে যেতে হবে, তিনি সাধারন মানুষ, তারও ভুল হয়, এবং তিনি তা স্বিকার করেছেন, তিনি বলেছেন, আমি তুমাদের মতোই মানুষ তুমাদের যেমন ভুল হয় আমারও তেমন হয়, কুরআনে নবির ভুলকে সুদরে দিয়েছেন মহান আল্লাহ পাক, নিজের ইমান ঠিক রাখুন, ভুল বুঝবেননা, প্রশ্ন থাকলে করুন
আশা করি বোধসম্পন্নরা ফিরে আসবেন, যারা নির্বোধ তারা ফিরে আসবেনা এটাও ভবিষ্যত বানী
বোখারী শরীফে এই ভবিষ্যতবানী দেখুন এই লিংকে http://www.dailyislam.com.bd/?p=7531
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৬ সকাল ৮:১৮