১২ জমাদিউল আউয়াল, ১৪৩০ হিজরি
মে ৮, ২০০৯ খ্রিস্টাব্দ
২৫ বৈশাখ, ১৪১৬ বাংলা
সম্পাদক হিমালয়৭৭৭
সহসম্পাদক মুক্তবয়ান কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয়:
এই সংখ্যা সম্পূর্ণভাবে সাধু ভাষায় রচিত হইবে। অদ্য কবিগুরু রবি বাবুর ১৪৮ তম ধরাধামে আগমন দিবস!! আর মাত্র ২ বছর!! তাহার পর উনার তৃতীয়বারের মত ব্যাট উঁচানো দেখিতে পাইব!! যদিও জমিদারবাবু কেবল মাত্র ১ বারই সরাসরি আপন হস্তে ব্যাট উঁচাইয়া সকলের অভিনন্দন গ্রহণ করিতে পারিয়াছিলেন!!
এইবার, আসল কথায় আলোকপাত করা যাক.. পত্রিকা প্রকাশের পূর্বে এবং পরে দুই সময়েই ব্যাপক সাড়া পাওয়া গিয়াছে.. এতে লেখক হইবারও অনেকে ইচ্ছা পোষন করিয়াছেন.. তাদের সকলের সুবিধার্থে একখানা পত্র লিখিবার ঠিকানা দেওয়া হইয়াছিল। কিন্তু, অত্যন্ত গোপন সূত্রে জানা গিয়াছে সেই ঠিকানায় এখনো কোন পত্র পৌঁছে নাই!! প্রেমপত্র তো দূরের কথা!! হয়তো বা, ডাকপিয়নের অসুখ হইয়াছে!! তাই.. পত্র এখনো পত্রমিতালীতে ব্যস্ত!!
আমাদের ১১৩৯ খানা নীতিমালার মধ্যে বেশ কয়েকখানা পূর্বেই প্রকাশিত হইয়াছে। অদ্য কতিপয় দেওয়া হইতেছে..
১. পত্রিকায় প্রকাশিত সকল সংবাদের জন্য সামু কর্তৃপক্ষ দায়ি থাকিবে!! কাজেই যে কেউ যে কোন বিষয় নিয়া নির্দ্বিধায় লিখিতে পারিবে!!
২. পত্রিকায় প্রকাশিত কোন লেখাতেই কোন রকম ভুল স্বীকার করা হইবে না!!
৩. কোন লেখার প্রতিবাদ লিপি কেউ পাঠাইলেও, উহা পত্রিকায় প্রকাশিত হইবে না!!
৪. কেহ ইচ্ছা করিলে আমাদিগকে বাসস্থানের ব্যবস্থা করিয়া দিতে পারেন.. এইজন্য জমির মালিকানা পাঠাইতে পারেন!! তাহার ছবি সহ স্বাক্ষাৎকার পত্রিকায় প্রকাশ করা হইবে!! এবং ঐদিন অন্য কোন সংবাদ পরিবেশন করা হইবে না। বরং তাহার গুণগান করা হইবে!!
৫. পত্রিকায় যেকোনখান হইতে কাট-পেস্ট সংবাদ অধিক আগ্রহের সহিত প্রকাশ করা হইবে!!
৬. পত্রিকার বি.স.-গণের চাকরি নিয়া টানাটানি পড়িয়া যাইবে.. যদি না আজকালের মধ্যে লেখাসহ যোগাযোগ না করা হয়!!
অদ্য আপাতত এইটুকুই!! সবাইকে রবিবাবুর তিরোধান দিবসের প্রস্তুতিমূলক আগাম পোস্ট তৈরির অনুরোধ জানাইয়া সম্পাদকীয় এইখানেই সমাপ্ত!!
মন্দার মন্দা!!
-মুক্ত বয়ান
সমগ্র বিশ্বে ইদানীং কালের সবচেয়ে আলোচিত বিষয়টি হল মন্দা!! বহুবিধ মন্দা আছে.. ক্ষুধামন্দা, প্রেমমন্দা, সাহিত্যমন্দা!! কিন্তু, তন্মধ্যে সবার ঘরে যে মন্দা.. অর্থনৈতিক মন্দা!! নৈতিকতার বালাই ষাট.. অর্থ তবু ঘরে থাক!!
এর মাঝেই কতিপয়ের অভিমত, লেখায় কষ্ট, চিন্তায় কষ্ট.. সবচেয়ে বড় কষ্ট পড়িবার কষ্ট.. কাজেই লেখার আকার হোক ছোট!! তাই, মন্দার জোয়াড়ে গা ভাসিয়ে মহানন্দে লেখার স্বাস্থ্যহানীর প্রয়াশ মন্দ নয়, বরং প্রশংসনীয়!!
খাবার ঘরে কে রে..
-মুক্ত বয়ান
বিগত বেশ কিছুদিন যাবৎ পিঁপড়া সমাজে ব্যাপক তোলপাড়!! রাণী পিপড়ার সহিত নাকি কাহাকে দেখা গিয়াছে!! এই সংবাদ পরিবেশন করিয়াছে ”পিপড়া গোয়েন্দা সংস্থা”। এইদিকে আবার ”পিপড়া আবহাওয়া অধিদপ্তর” কর্তৃক এই ব্যাপারে নিশ্চিত হওয়া গিয়াছে.. ঐদিন সূর্যস্নাত সন্ধ্যা থাকায় সকলে মিলিয়া খাদ্য সংগ্রহে ব্যস্ত সময় কাটাইয়াছে। কাজেই রাণী’র এমন আচরণ বিশ্বাসযোগ্য নহে!! কিন্তু, গোয়েন্দা দপ্তর বলিয়া কথা!! উহার প্রধান একটি সংবাদ জানাইছেন.. ইহা বিশ্বাস করিতেই হইবে!!
এখেন বিশ্বাসযোগ্য প্রধান একদিন সকলকে না জানাইয়া ১০ টা পাতা ভর্তি করিয়া খাদ্য নিয়া আসিল!! সকলে তাহাকে ধন্য ধন্য করিতে লাগিল.. কিন্তু, গোয়েন্দা প্রধান অতি ধুরন্ধর ব্যক্তি!! তাই, তিনি পাতায় করিয়া খাদ্যের আড়ালে শক্তিশালী বিষ নিয়া আসিয়াছিলেন, ইহা কেহ বুঝিতেই পারিল না। সকলে আবারও তাহাকেই এই বিষ আনয়নের পশ্চাতে কে রহিয়াছে তাহা অনুস›ধান করিতে দায়িত্ব দিল!! তিনিও খুব ভাব নিয়া অনুসন্ধানে রত হইলেন। কিন্তু, হঠাৎ কোন এক কুক্ষণে এই সংবাদ প্রকাশ হইয়া গেল যে এই ঘটনার পশ্চাতে তিনিই!! আর তৎক্ষণাৎ গোয়েন্দা প্রধানকে পানিতে ফেলিয়া দেওয়া হইল, কিন্তু, কেহ এই কথা আর ভাবিল না.. ১০ খানা পাতা আনা তাহার একার পক্ষে অসম্ভব!!
বিজ্ঞাপন:
১. বাঙাল: ব্যানানা বাংলাদেশ-৩ (গডফাদারের স্টিমুলাস মূলা)
২. হাসান মাহবুব: আমাদের ভাবনাগুলো
৩. শিমুল সালাহউদ্দিন: কবি
অকথনকথনপটিয়শস- ১ম সংখ্যা
অকথনকথনপটিয়শস- ২য় সংখ্যা
অকথনকথনপটিয়শস- ৩য় সংখ্যা
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৯