আমি অল্প কিছুদিন ধরে সামহোয়্যারইনব্লগে আছি, অবসর সময়ে ব্লগের লেখা পড়ার চেষ্টা করি, ব্লগারদের প্রকাশিত বইও পড়ার চেষ্টা করি। সামহোয়্যারইনব্লগের ব্লগার নীল আকাশ মহিউদ্দিন মোহাম্মদ যুনাইদ ভাই একজন ব্লগের পরিশ্রমী ও সার্থক ব্লগার । যিনি মূলত গল্পাকার ও বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে দুর্দান্ত লিখেন । এবারের বইমেলায় লেখক এর তৃতীয় উপন্যাস কলুষ প্রকাশিত হয়েছে । কলুষ নামটির যথাযথ সার্থকভাবেই সার্থকতা দেখিয়েছেন । ভৌতিক উপন্যাস হিসেবে যথেষ্ট ভয়ও পাইয়ে দিয়েছেন । "কলুষ" বইয়ের সবচেয়ে চমক ছিল এই বইটি ব্লগের মডারেশন টিম এবং সামহোয়্যারইনব্লগের সকল ব্লগারকে উপন্যাসটা উৎসর্গ করেছেন ।
কলুষ উপন্যাস ২৪টি পর্ব আকারে সাজানো হয়েছে । যাদুবিদ্যার অপদেবতার পূজা করা হয় ক্ষমতা কিংবা আধ্যাত্মিক শক্তি হাসিলের জন্য । পৃথিবীতে বিভিন্ন জাতির বিভিন্ন ধর্ম এবং মোটামুটি সব ধর্মেই অপদেবতার উপস্থিতি লক্ষণীয়। বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন অপদেবতাদের এবং কাহিনীর প্রয়োজনে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন আচার অনুষ্ঠান প্রথা তথা রীতিনীতি উল্লেখ করা হয়েছে । এই বইটা পড়তে গিয়ে লেখক বারবার কয়েকটি বিষয় নিয়ে দ্বিধা ফেলেছেন -- এই পৃথিবীতে অনেক কিছু ঘটে গেছে যার আজও কোন ব্যাখ্যা পাওয়া যায়নি ভবিষ্যতেও অনেক কিছু ঘটবে যার ব্যাখ্যা কেউ দিতে পারবে না ।
একজন নারায়ন চট্টোপাধ্যায়ের সাধক ও আধ্যাত্মিক হওয়ার কাহিনী এই উপন্যাসের অন্যতম দিক। কারণ এটুকু আমার কাছে বাস্তবতা আর সেকালে একালের এপিক ওপিঠ মনে হয়েছে । মজার ব্যাপার হলো ভৌতিক উপন্যাসেও যুনায়েদ ভাই পরকীয়ার অন্ধকার দিকটা তুলে ধরেছেন । সাঁওতালি উপজাতি জনগোষ্ঠীর লোক অপর ধর্মের প্রতি হিংসার কবলে পরিবারের সকল সদস্যকে হারিয়ে ছোট শিশু ছেলেটাই আজ শিবু তান্ত্রিক । শিবুর সাধনার দ্বারা অদৃশ্য মহাশক্তি অর্জনের কাহিনী অত্যন্ত রোমাঞ্চকর অনেকটা গা শিউরে ওঠার মতোই । প্রতিটি ঘটনার পর ঘটনা অনেক রহস্যের জন্ম দিয়েছে । বেশ কিছু রাজনৈতিক চরিত্রকে অর্থপূর্ণভাবে বাস্তবের আঁধারে তুলে ধরা এবং তাদের ভয়াবহ মৃত্যুর কারণ হিসেব মৃত্যু বর্ণনা উচ্চমার্গের তান্ত্রিকরা শক্তি সাধনার মাধ্যমে অলৌকিক ক্ষমতার বর্ণনা অসাধারণ হয়েছে । এছাড়াও কিভাবে কামাখ্যা দেবী প্রধান তান্ত্রিক দেবী হিসেবে সমগ্র ভারতে প্রসিদ্ধ হয়ে উঠেন , শিব সাধনার ইতিহাস , মহাদেবীর পূজা, কামরূপ-কামাখ্যার আশেপাশের অরণ্য , ডাকিনী যোগিনী অনেক কিছুই উঠে এসেছে এই বইটিতে ।
এই উপন্যাস পড়ে আমি আমার নিজের ভালোলাগাটুকু প্রকাশ করেছি মাত্র এটা বুক রিভিউ না। এই উপন্যাসের ওজন অনুযায়ী আমার লেখার অভিব্যক্তির সামান্য মাত্র । একটা ভৌতিক উপন্যাসের বিভিন্ন চরিত্র চিত্রণের যে দৃঢ়তা এনেছেন তা আমার কাছে অন্যতম ভালো লাগার দিক । পরিশেষে সেটুকু বলতে চাই একজন লেখক এর তৃতীয় উপন্যাস প্রকাশের অনুভব অনুভূতি এককথায় নিজের হাতের সৃষ্ট মলাট বদ্ধ অবস্থায় পাওয়া যেনো এক কঠিন সংগ্রামের পর কোন এক স্বপ্ন পূরণ। আশা করি এই উপন্যাসটা পাঠক প্রিয়তা পাবে । ব্লগার নীল আকাশ মহিউদ্দিন মোহাম্মদ যুনাইদ ভাইয়ের তৃতীয় উপন্যাস কলুষের সফলতা কামনা করছি।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১১:০৫