একদা নিরবে গভীর মনে
ভাবছি আমি আপনাকে নিয়ে,
চাওয়া পাওয়া ছিলো অঢেল আমার;
সবটুকু তার ছিনিয়ে এনেছি।
বয়েস ওতো মোর কম হয়নি,
খ্যাতি যশ তো ষোল আনাই।
রাস্তা দিয়ে হাঁটার বেলায়,
লোকজন আমায় প্রণাম জানায়,
জানাবেনা কেনো কি নেই আমার?
চোখ রাঙ্গানো কথার বাহার।
কোন একদিন বেলা দ্বিপ্রহর,
সাধু বাবা মোর আসলো তখন;
বললো বাছা ভালো হয়ে যাও,
সময়কালে পূণ্য কুড়াও।
ভাবছি আমি ভালো হয়ে যাবো,
সরল লোকের বাহবা কুড়াবো।
জিজ্ঞাসিলাম মোল্লা-পুরুতে;
ভালো হতে মোর কি লাগিবে?
মোল্লা ব্যাটায় কহিলো মোরে,
ভালো হতে আর কিইবা লাগে?
দাড়ি টুপি আর পাঞ্জাবি হলে,
বলবে লোকে ভালো তুমারে!
পুরুত ব্যাটায় গা ঝেড়ে বসে,
কহিলো মোরে সংক্সৃত সুরে,
ভালো হতে আর কি লাগিবে?
সাধু সন্ন্যাসি বেশ ধরিবে!
গেছিলাম আমি গুনিজন পানে,
লোকজন যারে শ্রদ্ধা করে।
দেখে কহিলেন কি ভেবে বাপু,
আসিয়াছো তুমি অধমের পানে।
মাথা নিছু করে বলেছি হেথায়,
দেখেন আমি ভালো হতে চাই।
হেঁসে কহিলেন গুণিজন আমায়,
পারবে বাপু কথা রাখিতে?
"পুণ্য যদি না পারো কুড়াতে
পাপ যেন কভু না ছোয় তোমারে।"
গুনিজন আর কয়জন আছে,
কায়েমবাদির এই সমাজে?
মোল্লা-পুরুত পৌছে গেছে
সরল লোকের হৃদয় মাঝে।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩২