একটি বিদ্রোহী ঝড় এসে গলা চেপে ধরে বলে
দে তোর দীর্ঘশ্বাসগুলো আমায় দে-
আমার ঘরবাড়ী উড়িয়ে নিয়ে যেতে যেতে
রণাঙ্গনে সে মুখোমুখি হয় রাস্ট্রীয় বনান্চলের
আমি শুধু দুর থেকে শুনতে পাই
প্রেত নয় স্পস্টতই প্রতিবিপ্লবীর অট্টহাসি-
সংবাদ পাই
বানভাসীর মতো করে আমিও নাকি
গৃহ বয়ে চলেছি অবিকল শামুকের মত!
ওহে অনুকরণীয় প্রতিমা সকল
স্থৈর্যের প্রতিমা হয়ে বসে থাকা সহজ,
ব্যাক্তির কাছে অব্যাক্ত থাকে
তোমাদের বিদ্রোহের নীতিমালা।
সভ্যতার বনান্চলে পলায়নই একমাত্র বিশুদ্ধ ইশতেহার!
বেড়ে চলা ঠান্ডা যুদ্ধে তারা যতবার দেখে শান্তি
ঠিক ততবার তাদের
রক্তে শ্বেতকণিকা বেড়ে ওঠে,
রক্তে লোহিতরংয়ের ভাটা পড়ে
বীর্যে বেড়ে ওঠে লৌহ-যান্ত্রিকতা-
প্লাস্টিক,ইলাস্টিক বাহাস-
শরীরকে অতিশুভ্র করে
গলায় পরে নিতে হয় শান্তির ফাস
অথচ সন্তানকে উদরস্ত করেই
উদয়াস্ত এই মেটাফিজিক্যাল অরণ্যে বেঁচে থাকার নিয়ম।
আমাদের বিগত কয়েকদশকের রোমান্চ শুধু এই যে
একদিন এক বিদ্রোহী
ঝড় এসে সকলের গলা চেপে ধরে বলেছিলো
দে তোর দীর্ঘশ্বাসগুলো আমায় দে-