______________________
তারপর একদিন হ্যালোইনময় সন্ধাগুলো
গড়াতে গড়াতে শেষ হল লাস্ট উইন্টার।
যাদুবিদ্যা ছেড়ে ম্যারাথন দৌড়।
উপক্রমণিকার বদলে সেখানে জুড়ে
দিলাম বিদ্ধস্ত দুপুর। রিলেটিভ বার্ডের
যৌনতায় ঝুলে উড়ে গেলাম সাইবেরিয়া।
ঋত্মিক তোমার যুক্তি তক্ক রেখে এবার গপ্প
শুরু করো। সম্ভান্ত ভায়োলিন বাদকেরা,
ইঁদুর ব্যবসার ইস্তফা টেনে চলে এসো
সান্ধ্য নগরে। হারিয়ে যাওয়া ফাদারেরা ,
তোমরা অজ্ঞাত, ডি ম্যাজেনড'র
শূন্যতায়। ক্রমশ কোমল-গান্ধারে হারিয়ে
যাওয়া চ্যাপলিন ইভিনিংগুলো একে একে
গুজে রাখি ন্যারেটিভ কার্ডিনালে।
সমস্ত মিথের মৃত্যুর পর অবসন্ন
নবেলিস্টের গ্রীবার মধ্যে এঁকে যাই
অ্যানা -কারোনিনা। ট্রয়ের মধ্যে হোরাস।
বিসন্ন ইকারাস। জন অব ফার্দিনান্দ।
শৃঙ্খলিত প্রমিথিউস। কাঠবাদামের চির
ধরে ধরে হয়ে যাই ক্ষুদ্র পিপীলিকা।
ফুরিয়ে যাওয়া নাবিকের আত্মা পাহারা
দিতে দিতে লাস্ট মোমেন্ট এর দিন ঘনিয়ে
আসে। অবসন্ন দেহের ফুয়েলে মিশে যায়
ওয়াটার অব জমজম। ধূসর হচ্ছে চার্চের
ঘন্টাধ্বনি। যীশু হওয়ার ইচ্ছা আপাতত
নেই। যীশু সাঁরস হয়ে উড়ে গিয়েছে।
এখন ক্রুশময় খাঁ খাঁ শূন্যতা। চাইলে যে
কেউ যীশু হতে পারে। ইত্যাকার ভিন্ন
ভিন্ন বাক্যাবলি এঁটে রাখি টাইম অব
সিগন্যাচার। অত:পর হ্যালোইনময়
সন্ধাগুলো গড়াতে গড়াতে শেষ হল লাস্ট উইন্টার।
৬ জানুয়ারি ২০১৬।
বারিধারা, ডিওএইচএস।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬