রাজনীতির প্যাঁচ অনেক জটিল , সে ধারনা আমার হয়ে গেছে । তবে বাস্তবতার সীমানাকে রাজনীতি দিয়ে পরিপাপ করা যায় না ।আর গেলেও তার তার ফল কখনো সুদূরপ্রসারী হয় না। অনেকেই হয়তো এখন হাসনাত আবদুল হাইকে জামাত-শিবিরের লোক কিংবা রাজাকার হিসেবে আখ্যাহিত করবেন,অনেকে অগ্নিকন্যাদের চরিত্র নিয়ে নতুন রাজনীতির খেলা শুরু করবেন । যা মোটেও অনুচিত !!!
প্রথম আলো প্রকাশিত, হাসনাত আবদুল হাইয়ের গল্পের মূল চরিত্র এক নারী, যিনি মফস্বল থেকে ঢাকায় পড়তে এসে রাজনীতিতে জড়িয়ে পড়েন। স্লোগান দিয়ে জনপ্রিয়তা পেলেও তিনি এই
সঙ্কটে পড়েন যে, মঞ্চে স্লোগান অব্যাহত রাখতে তাকে ছাত্রনেতাদের ‘খাদ্য’ হতে হবে। শুধু তাই নয়, যে রাজনীতিক তাকে রাজনীতিতে এনেছে, সে এখন তারও ‘খাদ্য’।
এই বাস্তবতাকে অস্বীকার করার কি কোন উপায় আমাদের আছে ????
আমাকে ভাড়া বাসায় রেখে পড়ালেখা করানোর টাকা বাবার আছে বলে হয়তো আমাকে কখনো হলের সিটের আশা করতে হয় নি , রাজনৈতিক নেতাদের সঙ্গ দিতে হইনি ।কিন্তু আমি আমার সহপাঠীদের দেখেছি কিভাবে তাদের নেতাদের কর দিয়ে চলতে হয় । এমন কি যদি তারা মিছিল মিটিং এ না যায় তবে তাদের উপর চলে অমানসিক নির্যাতন ।
একজন লেখক তো শুধু তার কলম দিয়ে আমাদের চোখে দাগ কাটতে চেয়েছেন !!!
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪