হরতালের মধ্যে কোন গাড়ি নেই,রিক্সায় করে মিরপুর থেকে ব্লগ ডে এর পোষ্টার আনলাম এবং সেগুলো লাগানর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এর ক্যাম্পাসে গেলাম।রিক্সা থেকে নামার পর
যখন পোষ্টার নিয়ে লাগানোর জন্য প্রস্তুত হলাম তখন একটা লোক এসে পোষ্টার গুলো দেখতেছিল,এর মধ্যে কয়েকটা পোষ্টার লাগানো শেষ,লোকটা আমাকে জিজ্ঞাসা করল ব্লগ কি ?
এটা কাদের , কারা আছে এতে ??? আমি তাকে সব গুলো প্রশ্নের উত্তর দিলাম।এর পর সে একটা পোষ্টার হাতে ভাঁজ করে নিল নেওয়ার জন্য,আমি কিছু বললাম না,একটা পোষ্টার নিতেই পারে,পরে জানা আপুর নাম্বার চাইল আমি জিজ্ঞাসা করলাম আঙ্কেল আপনার সম্পর্কে জানতে পারি ???সে বলল,'' আমি গোয়েন্দা''। ?আমাকে জিজ্ঞাসা করল এটা জামাতিদের
কোন অনুষ্ঠান না তো?? আমি বললাম না,এটা হচ্ছে একটা প্লাট ফর্ম,যেখানে আমরা স্বাধীন ভাবে মত প্রকাশ করি।সে আমাকে বলল,মাহমুদুর রহমানের অবস্থা দেখেন না , এখন পত্রিকা
অফিসে বসে থাকতে হয়,বলে সে চলে যায়। পোষ্টার লাগাতে থাকি,উৎসুক জনতা আসে , দেখে , বলে- এটা কি দিবস আগে কখনো শুনি নাই।
ঢাকা বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন এলাকায় ,ইডেন কলেজ ও ঢাকা কলেজে পোষ্টার লাগানো হয়।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৪