একটা ক্লাসে মাকে নিয়ে লিখতে বলা
হয়েছিল।সবাই লিখছিল। শুধু একটা ছেলে একটা
লাইন লিখে বসে ছিলো।স্যার যখন খাতা
দেখতে শুরু করলেন ওই ছেলেটার লেখা দেখে
তিনি আশ্চর্য হয়েছিলেন।কারন ওটাতে লিখা
ছিলঃ "The greatness of mom cannot describe in 29
words। আর আজ আপনারা মায়ের মহৎ কে
প্রশ্নবিদ্ধ করছেন।
.
যিনি ৯ মাস গর্ভধারণ করেছে তার জন্য ফেসবুক
স্ট্যাটাস ও পিক আপলোড।আপনার সব মূল্যবান
সম্পদের জন্য প্রাইভেসি টা অনলি মি করে
রেখেছেন কিন্তু মায়ের জন্য পাবলিক করে দেয়া
কেন?মা কি আপনার ওই সম্পদের থেকে নিকৃষ্ট?
আপনারাই তো বলে বেড়ান মা শ্রেষ্ঠ
সম্পদ,আল্লাহর দেয়া সেরা নেয়ামত।কিন্তু আজ
কেন এই সম্পদের প্রতি ভালবাসা সবাইকে
দেখিয়ে বেড়াচ্ছেন।মা আপনার শ্রেষ্ঠ সম্পদ
হলে আজ বাকি মায়েদের সাথে আপনার মাকে
মিলিয়ে কেন আপনার মায়ের মহৎ নষ্ট করছেন?
.
একটা জিনিস খেয়াল করুন।যখন আপনি আপনার
মাকে নিয়ে ছবিটা তুলছিলেন তখন তার মুখে কি
হাসিটাই না ফুটে উঠেছিল।কিন্তু সে তো আর
জানে না আপনি তার হাসির মুল্যটা ফেসবুকে
লাইক আর কমেন্টের জন্য বিক্রি করছেন।আমি
বললেই তো হেটার।অসুবিধা নাই মাকে নিয়ে
নো কম্প্রোমাইজ।মায়ের মহৎ বজায় রাখতে যা
দরকার তা করব।ভাইরে মায়ের প্রতি ভালবাসা
ফেসবুকে পিক আপ আর স্ট্যাটাসের মাধ্যমে না
নিজ হাত দিয়ে দুই নলা ভাত খাইয়ে দেয়ার
মাঝে প্রকাশ পায়।ছোট বাচ্চা দৌড়ে মায়ের
কোলে ফিরে আসলে মা যেমন খুশি হয় তেমনি
গলা জড়িয়ে ধরলেও একি খুশি হয়।মা কে মা
হিসেবে রাখুন শ্রেষ্ঠ সম্পদ হিসেবে দেখুন।
ফেসবুকে ব্যবহার কৃত পণ্য হিসেবে নয়।
.
ভালো থাকুক আমার মা গুলি বেচে থাকুক তাদের
প্রতি ভালবাসা।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৬