আমার আগের দুটি পোস্ট পরে না থাকলে ক্লিক করতে পারেন।
প্রিয় ক্যামেরা কেনার আগে জেনে নিন কোনটি আপনার জন্য?
ডিজিটাল ক্যামেরার মেগাপিক্সেল আসলে কি?
আমার জানার পরিধি খুব ছোট। যতটুকু জানি চেষ্টা করি অন্যদের জানাতে। ভূল হলে ক্ষমা করেবন।
এখন আমি ডি এস এল আর ক্যামেরা নিয়ে কিছু বেসিক কথা শেয়ার করব।
ডি এস এল আর মানে হচ্ছে, ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স।
ডি এস এল আর ক্যামেরার ভিওফাইন্ডার এ আপনি সেই ইমেজটাই দেখতে পাবেন যেইটার ছবি আপনার ক্যামারা তুলতে যাচ্ছে। আপনি যদি ডি এস এল আর ক্যামেরার থাকে তাহলে লেন্সটি খুলে ভিতরে তাকান, দেখতে পাবেন কিভাবে এই ভিওফাইন্ডার কাজ করে।
লেন্স খুলেই দেখতে পাবেন একটি মিরর আছে। এই মিরর লেন্স এর মাধ্যমে আসা আলোকে প্রতিফলিত করে তার উপরে থাকা প্রিজম এ। প্রিজম সেই আলোকে প্রতিফলিত করে ভিওফাইন্ডার। যার জন্য আপনি সেই ইমেজটি দেখছেন যা কিনা আপনার ক্যামেরা দেখবে। আপনি যখনি শাটার বাটন এ ক্লিক করছেন তখনি মিররটি সরে যাচ্ছে আর ক্যামেরার সেন্সর সেই মুহূর্তের ছবি ধারন করছে। এই মিররটি ক্যামেরার শাটার এর সাথে উঠে নামে, তাই ছবি তুলার মুহূর্তের জন্য আপনি ভিওফাইন্ডারে অন্ধকার দেখতে পান।
আর এই একটি লেন্স এর মাধ্যমে ছবি দেখা আর তুলা হয় বলেই একে সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা বলে। কারন এক লেন্স এর মাধ্যমেই আপনি ভিওফাইন্ডার এ ইমেজ দেখতে পাচ্ছেন এবং ছবি তুলতে ও এই লেন্স ই ব্যবহৃত হচ্চে। মিরর ছবিটাকে ভিওফাইন্ডারে রিফ্লেক্স করছে। আর এই প্রিজম/মিরর এর জন্যই এই ক্যামেরার দাম বেশি হয়।
নিচের ছবিটি লক্ষ করুনঃ
ছবিতে দেখুনঃ
১। আলো এসে পরছে মিরর এর উপর। (সবুজ কালার)
২। আলো প্রতিফলিত হয়ে যাচ্ছে প্রিজম এ। (কমলা কালার)
৩। প্রিজম থেকে আলো প্রতিফলিত হয়ে যাচ্ছে ভিওফাইন্ডার এ। (হলুদ কালার)
৪। লাল কালারের টা হচ্ছে সেন্সর। যা কিনা ছবি কে ক্যাপচার করে।
এখন নিচের আরও ৩টি ছবি লক্ষ করুন।
১। এই ছবিতে দেখতে পাচ্ছেন যে ইমেজ লাইট লেন্স এর ভিতর দিয়ে প্রবেশ করে প্রিজম এ প্রতিফলিত হয়ে ভিওফাইন্ডার এর মাধ্যমে আপনার চুখে প্রবেশ করছে।
২। আর এই ছবিটিতে দেখতে পাচ্ছেন যখন শাটার রিলিজ করছেন তখন সেই আলোটিই এসে পরছে সেন্সসর এর উপর, আর তার ছবি ওঠে যাচ্ছে।
৩। আর এই ছবিটি দেখাচ্ছে, সাধারণ ক্যামেরাতে কিভাবে ছবি ওঠে। আপনি ভিউ-ফাইন্ডার এ দেখছেন এক ভাবে আর আপনার ক্যামেরার সেন্সর ছবিটি দেখছে অন্যভাবে। যার কারনে, ওরিজিনাল কি ছবি ক্যামেরা তুলতে যাচ্ছে তা সঠিকভাবে বুঝা যায় না।
ভালো থাকবেন।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৪:০৮