সর্বোচ্চ আদালতের আদেশ পক্ষে আসার পর ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
আগামী ২০ ডিসেম্বর নতুন করে পরীক্ষা নেওয়া হবে। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ পরীক্ষা চলবে।
বুধবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন।
এর আগে সকালেই সুপ্রিম কোর্ট নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়। এ পরীক্ষা হতে হবে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে নিতেও বলা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় এ ভর্তি পরীক্ষা ৯ ডিসেম্বর পুনরায় নেওয়ার দিন ঠিক করেছিলো। তবে এর মধ্যেই আইনি জটিলতায় পড়ে এ পরীক্ষা।
গত ২৮ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার পর ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হয়। কিন্তু প্রশ্নপত্রে ব্যাপক ভুলের অভিযোগ ওঠায় ফল পুনর্মূল্যায়ন করা হয়। এতে উত্তীর্ণের সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে যায়। আগে উত্তীর্ণ অনেকের ফলও পরিবর্তন হয়।
এরপরও বিপুল সংখ্যক আপত্তি জমা পড়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৯ ডিসেম্বর নতুন করে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয়। এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে গত ২২ নভেম্বর আগের ফলাফলে উত্তীর্ণ ১২ জন শিক্ষার্থী হাইকোর্টে রিট আবেদন করে।
রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট নতুন করে পরীক্ষা না নেওয়ার নির্দেশ দেয়। এর বদলে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে একটি কমিটি করে আগের পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন করতে বলা হয়।
কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই রায়ের বিরুদ্ধে আবেদন করলে আপিল বিভাগ বুধবার হাইকোর্টের রায় স্থগিতের পাশাপাশি নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে আবেদনটি নিষ্পত্তি করে দেয়।
আদেশে বলা হয়, যারা আগের বার ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলো, কেবল তারাই নতুন করে পরীক্ষা দিতে পারবে। নতুন করে কারো পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না।
তবে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনকে এ পরীক্ষার কাজের বাইরে রাখতেও বলেছে আদালত।