বিবাহ বিচ্ছেদ ব্যাপারটা আমার ঠিক পছন্দ না। পছন্দ না হওয়ার কিছু কারণ আছে। আমার বেশ কয়েকজন পরিচিত বন্ধু বান্ধব আছে যাদের বাবা মায়ের মধ্যে কোন কারণে ছাড়াছাড়ি হয়ে গেছে। ফ্রেন্ড ছাড়াও কয়েকজন আছে যারা ছোট ভাই কিংবা বোন। তাদের সাথে আমার বেশ একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে কিভাবে যেন। ওরা প্রায়ই আমার কাছে এসে তাদের সমস্যার কথা বলে। হয়ত আমাকে আপন ভেবেই। আমি তাদের কথা মনোযোগ দিয়েই শুনি। একজন মানুষ যখন পরিচয়হীনতায় ভোগে তখন তার মনের অবস্থা কেমন হয় আমি জানি না। এদিক থেকে আমি ভাগ্যবান। কিন্তু ওদের দুঃখটা আমাকে স্পর্শ করে।
দুইজন মানুষ যখন বিয়ে করে তখন কিন্তু তারা শুধু এক ছাদের নিচে থাকার জন্য সমাজের কাছ থেকে অনুমতি নেয় না। বিয়ের মাধ্যমে দুইজন মানুষ একে অপরের দায়িত্ব নেয়। এই দায়িত্বটা যদি পালন করার মানসিকতা থাকে তাহলে বিয়ে করুন। নইলে না। হ্যাঁ। পরষ্পর বনিবনা না হলে একসাথে থাকাটা বোকামি। কিন্তু বনিবনা হচ্ছে কী হচ্ছে না বিষয়টা বিয়ের আগেই মিমাংসা করে নেওয়া ভালো। বিয়ের মাধ্যমে শুধু যে দুইজন মানুষের মধ্যেই সম্পর্ক হয় তা কিন্তু না। দুইটা পরিবারের মধ্যে সম্পর্ক হয়। বিবাহ বিচ্ছেদ মানে দুইজন মানুষের মধ্যেই বিচ্ছেদ না। দুইটি পরিবারের মধ্যেও বিচ্ছেদ। আর এই বিচ্ছেদের সময় মাঝখানে যাকে পড়তে হয় সে হল সন্তান। ছোটবেলায় "বাবাকে বেশি ভালোবাসো না মাকে" প্রশ্নের উত্তর দেওয়া যতটা সহজ "বাবার সাথে থাকবে না মা'র সাথে" প্রশ্নের উত্তরটা ঠিক ততটাই কঠিন।
ভুল বুঝাবুঝি তো হবেই। মান অভিমানটাও স্বাভাবিক। কিন্তু পারষ্পরিক বোঝাপড়ার মাধ্যমে যদি নিজের ভুলটা শুধরে নেওয়া যায় তাহলে কিন্তু বেঁচে যায় আপনার সন্তান। বেঁচে যায় সম্পর্কটাও। আর এজন্য স্বামী এবং স্ত্রী, দুজনকেই আরো দায়িত্বশীল হতে হবে। একজনের ঘাড়ে দোষ চাপিয়ে শুধু বিচ্ছেদই হয়। মিলন না।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৬ রাত ১:১৫