মে দিবস আসবে, একটি দিন আরামে ছুটি কাটাবে সবাই, কিছু মানুষ মে দিবসকে কেন্দ্র করে অনেক আশার বাণী শোনাবেন। শ্রমিকরা শুনে হাততালি দিবে। মে দিবস চলে যাবে। পরের দিন আবার সবাই নিজেদের অবস্থানে ফিরে যাবে। এভাবেই মে দিবস আসবে যাবে এবং আমাদের দেশের শ্রমিকদের ভাগ্য অপরিবর্তিত থাকবে। এই পুঁজিবাদী সমাজব্যবস্থায় ক্ষমতার অপব্যবহারের যাঁতাকলে শ্রমিকরা বঞ্ছিত হবে, জীবন দিবে, আমরা শুধু সমবেদনা জানাবো, একটি দুটি স্ট্যাটাস দিবো, তাদের অধিকার নিয়ে কথা বলবো কিন্তু বাস্তবে যখন আমারা তাদের সামনাসামনি হবো তখন ওদের নিচুজাত বলেই দেখবো। অন্যরা তাদের সাথে কি করলো সেটা নিয়ে তোলপাড় করবো কিন্তু নিজেরা কি করছি তা কখনো দেখব না। এভাবে আর কত দিন?
আসুন এই দেশটাকে বদলাই। আর এই দেশটাকে বদলাতে হলে তাদের ভাগ্য আগে বদলাতে হবে যারা এই দেশটাকে গড়ে তুলতে তাদের সবটুকু দিয়ে দেন নামমাত্র কিছু পারিশ্রমিকের বিনিময়ে। কাউকে সংগ্রাম করতে বলছিনা, কাউকে রাস্তায় নামতে হবে না এই জন্য। আমরা যদি স্বস্ব অবস্থান থেকে আমাদের অধিনস্ত শ্রমিকদের ন্যায্য মূল্য দেই, এবং তাদের যথাযথ মূল্যায়ন করি তবে আমার বিশ্বাস আমাদের অল্প কিছু মানুষের দেখা দেখি বাকিরাও বদলে যাবে। একটু কম লাভ করে তাদের প্রাপ্য তাঁদেরকে দেই।
আমি আজকে সবাইকে কথা দিচ্ছি আমি কোন শ্রমিককে তার অধিকার থেকে বঞ্ছিত করবো না। এখন আপনার পালা, আপনি কথা দিচ্ছেন তো?