somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ জন্মদিন কবি হেলাল হাফিজ

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন সময় উত্তাল। অশান্ত ঢাকার আকাশ বাতাস। অলিতে গলিতে, পাড়া মহল্লায়, চায়ের দোকানে, ষ্টেশনারীতে একই আলাপ, স্বৈরাচারের পতন। আগরতলা মামলার ঢেউ তখন সমস্ত রাজপথ প্রকম্পিত করে ছড়িয়ে দিচ্ছিল বিপ্লবের বিবর্ধিত মশাল। যখন রাজবন্দীদের মুক্তির দাবিতে চলা মিছিলে পুলিশের গুলি, রক্তে মাখা আসাদের শার্ট ধূলিময় রাজপথে পড়ে থাকে নগ্ন উপহাসে, তখন মিছিল মিটিং আন্দোলন হয়ে ওঠে কবিতার আরেক নাম। প্রতিবাদ নানা মাত্রায়, মিছিলে দৃপ্ত শ্লোগানে, কবির কলমে বিচ্ছুরিত শব্দের স্প্লিনটারে কিংবা ভূমিহীন মনু মিয়াদের কোদাল অলস পড়ে থাকায়। তখন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণের জেগে উঠেছে কবিতার প্রতি এক ধরণের অনির্বচনীয় ভাল লাগা। তরুণটির বলবার আর কোন ভাষা জানা নেই, কবিতা লেখা ছাড়া। জন্ম নিলো ৪ পাতার এক দীর্ঘ কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’। অগ্রজ কবি আহমেদ ছফার অনুরোধে কিছু কাট ছাট সংশোধন, শেষে আঠার লাইনে থামল কবিতাটি। কবিতাটির প্রথম দুটি পংক্তি ছিল-

এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।

এই দু’টি পংক্তি সংগ্রাম ও গণঅভ্যুত্থানের অগ্নিমঞ্চে যেন ঢেলে দিল বারুদ। আশ্চর্য দ্রুততায় ছড়িয়ে পড়ল পংক্তি দু’টো, মাঠে ময়দানে, পাঠক, লেখক এমনকি বোদ্ধা মহলে। সেদিনের সেই তরুণটি হয়ত ভাবতেও পারেননি এ দুটো পংক্তি দিয়েই বাংলা সাহিত্যে নিজের স্থান পাকাপোক্ত করে নিয়েছেন। কালক্রমে সেই তরুণ পরিণত হলেন ষাটের দশকের একজন প্রধান কবি হেলাল হাফিজে। হেলাল হাফিজের কাব্যাঙ্গনে আগমন যেমন বিস্ময়কর, তেমনি চমক জাগানিয়া তার পরিমিতি বোধ। তার কবিতায় ঘটনার ঘনঘটা নেই, তীব্র বিপ্লব নেই এমনকি তীব্র অনুভূতির প্রকাশও নেই। শব্দ ও ভাবের বাহুল্যকে শত্রু জ্ঞান করে তিনি আমাদের উপহার দিয়েছেন মেদহীন ঝরঝরে উপস্থাপন। অল্প কথায় হৃদয়ের গহীনে আঁচড় টানবার আশ্চর্য এক বেদনা পালকের সন্ধান পেয়েছিলেন কবি হেলাল হাফিজ।

হেলাল হাফিজের কালজয়ী আরেকটি কবিতা ‘একটি পতাকা পেলে’। আজকে সেই কবিতার আলোকে কবি প্রত্যাশা ও জাতীয় জীবনে আমাদের আশা নিরাশার দ্বন্দ্ব নিয়ে কথা বলবো।

প্রতিদিন পশ্চিমে যখন সূর্যটা অস্ত যায়, তখন রক্ত লাল ওই আলোর গোলকটাকে বড় আপন মনে হয়। মনে হয় একাত্তরে এই সূর্যটাকে আমরা নিজেদের করে নিতে পেরেছি, নিজের ভাষায় তাকে সূর্য অধিকার পেয়েছি। আর তাইতো বাংলার চিরায়ত শব্দমালায় আমরা সাজাচ্ছি সূর্যের শক্তি শেলের বর্ণনাটুকু। কিন্তু এই লাল সূর্য, এই স্বাধীনতা আমাদের বুক খালি করে গেছে রূঢ়তা ও নির্মমতায়। ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ, দু’লাখ নারীর সম্ভ্রমহানি আমাদের দিয়ে গেছে লাল সবুজের পরম আরাধ্য একটি পতাকা। যে পতাকার জন্যে এত আত্মত্যাগ, এত রক্ত ও ক্লেদের উপাখ্যান, মৃত্যু ও ধ্বংসের মিথ রচিত হল এই বাংলার পলিতে, সেই পতাকা আমাদের অস্তিত্বের সাক্ষর, আমরা ভুলে যেতে পারি সকল কষ্টের ইতিহাস।

কথা ছিলো একটি পতাকা পেলে
আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা

বেদনার অঙ্কুরিত কষ্টটুকু ভুলতে চাওয়া কবি স্বপ্ন দেখেছেন কবি মানসের অনিবার্যতা থেকে। স্বপ্ন দেখেছেন সব শোষণ বঞ্চনা অবসানের। স্বাধীনতা আমাদের আজন্ম লালিত সাধ, রক্তবীজের প্রলয় স্পন্দন। আমরা কামনা করেছিলাম একটি সুখী স্বাধীন ও প্রকৃত অর্থেই সার্বভৌম রাষ্ট্রের। যেখানে আমরা ভুলে যাব জাত, পাত, ধর্ম বর্ণের বাধা। যেখানে আমাদের পরিচয় হবে আমরা মানুষ। পর্দা ছেড়ার স্পর্ধায় আকাশ ছোবে দেশের সাত কোটি মানুষ। আমাদের এমনই অনেক আশা ও স্বপ্নের বয়ান করেছেন কবি তার এই কবিতায়। সরাসরি তা হয় তো প্রকাশিত নয়, তবে অর্ন্তনিহিত ভাবে তা একান্তই আশার প্রতীক। যে আশা সব হারানো কাউকেও ফিরিয়ে দিতে পারে সঞ্জীবনী সুধা। যে মধুর মুরতি লাভে ভজন গায়িকা সবিতা মিস্ট্রেস ব্যর্থ চল্লিশে এসেও বলতে পারেন ‘পেয়েছি পেয়েছি’ । এমনি ভাবে কবিতায় আরো এসেছে ছোট ছোট চিত্ররূপ।

কথা ছিলো একটি পতাকা পেলে
পাতা কুড়োনির মেয়ে শীতের সকালে
ওম নেবে জাতীয় সংগীত শুনে পাতার মর্মরে।

কথা ছিলো একটি পতাকা পেলে
ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে-বোশেখে,
বাঁচবে যুদ্ধের শিশু সসন্মানে সাদা দুধে-ভাতে।

কবিতায় চিত্ররূপের আর্বিভাব মূলতঃ কবিতার আশাবাদের দিকটিকে প্রগাঢ় করে তুলবার জন্যই। কবি আশা করেছেন ভূমিহীন মনুমিয়ারা গাইবে তৃপ্তির গান, একেকটি যুদ্ধ শিশু তার প্রাপ্য সম্মান নিয়ে বেচে থাকবে এই উদার, অকৃত্রিম মমতাময়ী বাংলার মাটিতে। কবির সেই আশাবাদের চূড়ান্ত প্রকাশ দু:খ গুলোকে ছুড়ে ফেলে দিতে চান যৌথ খামারে। বৈজ্ঞানিক চাষাবাদে কবি সুখের আরো সমৃদ্ধি কামনা করেন। লক্ষ্যণীয় কবি এখানে বিজ্ঞানের প্রসঙ্গটি এনেছেন অত্যন্ত দক্ষতার সাথে। একটি দেশের সামষ্টিক উন্নতি ও তার এগিয়ে যাবার প্রধান প্রেরণা বিজ্ঞানের অগ্রগতি। প্রশ্ন হলো, সেই কাঙ্ক্ষিত উন্নতি কি আমরা আনতে পেরেছি? স্বাধীনতার চল্লিশ বছর পরে আমাদের আত্ম জিজ্ঞাসার মুখোমুখি দাড় করিয়ে দেয় এই প্রশ্ন, আমাদের অপরাধী করে দেয়।

স্বাধীনতা আমাদের দিয়েছে পতাকা, একটি মানচিত্র, একটি দেশ। অথচ এই বাংলাদেশে প্রতিষ্ঠালগ্ন থেকেই উদার গণতান্ত্রিক সংগীতটি সুর হারিয়েছে বারবার। পঁচাত্তরে বঙ্গবন্ধুর খুন, দেশব্যাপী দীর্ঘকাল সামরিক শাসন, গনতন্ত্রের খোলসে পারিবারিক রাজতন্ত্রের নগ্ন চর্চা, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার উত্থানে বারবার স্বপ্ন পুকুরে লেগেছে চৈত্রের খরার টান। স্বাধীনতা শব্দটি এখন পরিণত হয়েছে দলীয় সম্পত্তিতে।

হেলাল হাফিজের কবিতায় যে আশাবাদের জায়গাটুকু উপস্থাপিত হয়েছে তাকে বাস্তবতার নিরিখে অবলোকন করেছেন রাজনীতি ও সমাজ সচেতন কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ। আশির দশকের স্বৈরাচারের শাসনামলে তিনি তাই হেলাল হাফিজের কবিতাটির প্রেরণাতে রচিত কবিতায় উল্লেখ করেন-

কথা ছিলো রক্ত-প্লাবনের পর মুক্ত হবে শস্যক্ষেত,
রাখালেরা পুনর্বার বাঁশিতে আঙুল রেখে
রাখালিয়া বাজাবে বিশদ।
……(কথা ছিল সুবিনয়)

সত্যিই কথা ছিল রক্ত গঙ্গার বয়ে যাওয়া আমাদের দিয়ে যাবে আরাধ্য সেই মুক্তি। রাখালের বাঁশিতে আবার শোনা যাবে বাংলার চিরায়ত সাম্যবাদের গান। কিন্তু সেখানে বারবার হতাশার কালো ছায়া আমাদের করেছে শঙ্কা কাতর। তবে এই শঙ্কার পাশাপাশি আশার কথাও আছে। আমাদের জাতীয় জীবনে না পাওয়ার নানা দিক থাকলেও অর্জনের দিকটিও কম নয়। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে উপনীত বাংলাদেশ যা এদেশের একটি বড় সাফল্য। এছাড়াও শিক্ষা, সামাজিক সুরক্ষা, চিকিৎসার উন্নতিও আমাদের আশাবাদী করে তোলে। আমরা আশা করব অতীতের সব অন্ধকার ভুলে এগিয়ে যাবে আমাদের দেশ কবি হেলাল হাফিজের ‘একটি পতাকা পেলে’ কবিতায় প্রদর্শিত অরুণোদয়ের ইঙ্গিতের মত করে।



কবি হেলাল হাফিজের জন্মদিনে আমাদের ভালবাসা ও শুভেচ্ছা

বি.দ্র : কবি হেলাল হাফিজের জন্মদিন উপলক্ষে লিখিত এই লেখাটি প্রকাশ হয় বি ডি লাইভ টুয়েন্টি ফোর ডটকম এ

উৎসর্গ : পাগলাটে সৌভিক দা' কে
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৫৭
৪৪টি মন্তব্য ৪৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা

লিখেছেন মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ৮:২৪

বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন

আত্মপোলব্ধি......

লিখেছেন জুল ভার্ন, ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫১

আত্মপোলব্ধি......

একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন

জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !

লিখেছেন হাসানুর, ০২ রা নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩২



হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।

লিখেছেন তানভির জুমার, ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৩

আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?

লিখেছেন রাজীব, ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১০:৪২

ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।

আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন

×