প্রথমে আমরা বান্দরবান শহরে গিয়ে নামলাম । এরপরে খোলা জিপ, গন্তব্য রুমা বাজার

পথিক চলেছি আমি পথের বাঁকে
অজানা সুরে কে যেন আমায় ডাকে !!
ঘন্টা তিনেকের গাড়ি চড়া শেষ হলে আসে শঙ্খ নদীতে নৌবিহারের পালা । প্রায় ঘন্টা খানেক লাগে ইন্জিনচালিত ট্রলারে ।

পাহাড়ের উজান থেকে বয়ে আসা নদী, সদা একমুখী তার স্রোত । ইন্জিন ছাড়া চালানো খুব কঠিন।

নদী থেকে যাবার পথে পাথরের সারি আপনার মন কেড়ে নেবে ।
এভাবে দেখতে দেখতে চলে এলাম রুমা বাজার । পরদিন প্রাতে শুরু হল হাঁটা ।
প্রভাতের নতুন সূর্য অবাক চোখে চায়
আঁকা বাঁকা পথ বেয়ে কে কোথা যায় ??
অসাধারাণ একটা মূহুর্ত । যাই হোক এরপরে আমরা উঠলাম পর্বত শিখরে । উচু থেকে আরো উচুতে। হারিয়ে গেলাম মেঘের রাজ্যে।
প্রথমে ধোয়া ধোয়া মেঘ । আস্তে আস্তে প্রগাঢ় হল তার মৌনতা । আমি অবাক চোখে চেয়ে দেখছি
মেঘের ভেলায় ভেসে ভেসে যাব তেপান্তরে
মাঠ পেরোলে পড়বে পাহাড়, সেই অচিনপুরে ।
এই পর্যায়ে আমি মুগ্ধতায় হারালাম প্রশংসার ভাষা । আমার আসা সার্থক মনে হল ।
আমাদের যাত্রা পথ প্রায় ফুরিয়ে এসেছে । আমরা নিলাম ক্ষণিকের বিশ্রাম । অবশেষে আমরা পৌছে গেলাম যেন স্বপ্নের সীমানায় ।

উপর থেকে দেখলে বগা লেক ঠিক এই রকম লাগে । খুব সুন্দর তাই না??
আরো কিছু ছবি বগা লেকের।

বগা লেক দেখতে দেখতে মনে হচ্ছিল এখনি বুঝি কেউ উঠে আসবে জলের সাগর চিড়ে।
সচ্ছসলিলা লেকের নীল জল ভেদ করে
কে তুমি উঠে এলে, দিলে হাসি রাঙা অধরে ।
আমার এখন মনে হয়, সে ছিল বিস্ময় । যাক এসব কথা ।
লেকের জল যে কি পরিস্কার সচ্ছ এই ছবিটা দেখলে তা উপলব্ধি করা যায়।

যাই হোক আগামী পর্বে আমার যাত্রা সাঙ্গ করব । আজ এ পর্যন্তই । এখন আরেকটি ছবি । আমার মনে হয় এই লেখায় আপলোড করা শ্রেষ্ঠ ছবি ।
দীঘির জলে রবির কিরণ, আলোর বিচ্ছুরণ
ভালা লাগার আবেশ ভরা, আমার উচ্চারণ।
আগামী পর্বে সমাপ্য......................................................................
বান্দরবানে একদিন: ২য় পর্ব