প্রভাতের লাল রঙ্গা সূর্যটা ছড়িয়েছিল
এক চিলতে বিকিরন
পরেছিল শিশির ভেজা ঘাসের ডগায়।
সেই শিশির পায়ে জড়িয়ে
আলোর সন্ধানে উজ্জিবিত
আমি আর বন্ধু
এসেছিলাম প্রযুক্তি শিক্ষায়।
ক্ষণে ক্ষণে দিন রাতের পরিবর্তনে
সময় কাটিয়েছি বেশ।
বহু ঘটনা মজার সৃতির রয়ে গেছে অনেক রেশ।
বন্ধু,
শিখেছিলাম তোমার কাছে সাধনা কাহাকে বলে
সততা সহিষ্ণুতায় পশ্চাদপদতা কীভাবে ভুলে।
তারুন্যের আহ্বানে আমরা, ছুটে চলছি সম্মুখ পানে।
মনে পড়ে,
একদিন তুমি ছিলে রোগাক্রান্ত,
তোমার তপ্ত ললাটে দিয়েছিলাম
পানি মিশ্রিত বরফের ছেঁক
রোজা রাখছিলে তুমি এনেছিলাম
পাওরুটি কলা কেক।
খাওনি তুমি,
শত অনুরোধ করেছিলাম ভাংলেনা তুমি পন
খোদার রহমত ঘিরে থাকুক তোমার এই জীবন।
ব্যাস্ততার কাছে পরাজিত বন্ধুত্ব
তবুও;
আবার আসছে খোশ আমদেদে ঐশীর সে আহ্বান
তুমি শেষ বিকেলে এসো বন্ধু
তোমায় ইফতার করাবো আসন্ন এই রমজান।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫১