আজও আমি লিখে যেতে চাই
আজও আমি লিখে যেতে চাই,
ঐ সাম্প্রদায়িক সম্প্রীতির কালো রাজনীতির কথা।
আজও আমি লিখে যেতে চাই,
ঐ দুঃখে ভরা জননীর কষ্টের রূপকথা।
আজও আমি লিখে যেতে চাই,
ঐ ধর্মান্ধ সমাজপতির কালো ছায়ার কথা।
আজও আমি লিখে যেতে চাই,
ঐ সুশীল সমাজের নিষ্ক্রিয় নীরবতার রূপকথা।
আজও আমি লিখে যেতে চাই,
ঐ দালালের কাছে সীমাবদ্ধ আজব দেশের কথা।
আজও আমি লিখে যেতে চাই,
ঐ প্রতিবাদহীন সমাজের অমর রূপকথা।
আজও আমি লিখে যেতে চাই,
ঐ শোষিত সমাজের নিরীহ লোকদের কথা।
আজও আমি লিখে যেতে চাই,
ঐ ক্ষুধার্থ শিশুর অপলক দৃষ্টির রূপকথা।
আজও আমি লিখে যেতে চাই,
ঐ শান্তিপ্রিয় বাঙালির অশান্ত দিনের কথা।
আজও আমি লিখে যেতে চাই,
ঐ ভবিষ্যৎ প্রজন্মের অনির্বাণ আলোর রূপকথা।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১২ রাত ৯:২৫