ভাদ্র মাসের তালপাকা রোদ, মেজাজটা হয় হট
কাজ কামে আর পাচ্ছি না তাল, লাগছে মাথায় জট
জমছে না আর গানের তালিম, মিলছে না তাল-লয়
ওস্তাদে কন, হাল ছেড়ো না, তিল থেকে তাল হয়
এমন তরো বেফাঁস কথায় মেজাজটা হয় লাল
তিল থেকে তেল পাইতে পারি, ক্যামনে হবে তাল?
দুর্ভাবনায় মত্ত আমি, ঝরছে মাথার ঘাম
চাচ্চু বলেন, ন্যাড়া হয়ে তাল পুকুরেই নাম
তাল পুকুরের বুক পানিতে যায় না দেয়া ডুব
অমনি মাথায় একটা পাকা তাল পড়ে যায় টুপ
ব্যাপার দারুন, ঠান্ডু মাথায় তাল গজালো বেশ
ভাদ্র মাসের গানের তালিম অমনি হলো শেষ।