আশি দশকের মাঝামাঝি সময়।কলেজে পরি,সেই সময় আমার ভাই সিঙ্গাপুর গিয়ে একটি ক্যামেরা নিয়ে এলেন।বলতে গেলে আমার প্রথম ক্যামেরাটা ছিল ঐ কালো রঙ্গের কভারের ইয়াশিকা ইলেক্ট্রো-৩৫।
আমিতো মহাখুশি,কিন্তু ছবি কিভাবে তুলতে হয় আমি তখন জানতামনা। সঠিক এক্সপোজার ,শাটার স্পিড সেটিং করা একটা ঝামেলার বিষয় ছিল।এছাড়া ছাত্রবস্থায় ফিল্মের দামও ছিল ক্রয় ক্ষমতার উর্ধে।ফিল্মের একটা রোলে মাত্র ৩৬টা ছবি তোলা যেতো,একটা নষ্ট হয়ে গেলেই ছিল অনেক ক্ষতি!
তাই প্রাথমিক হাতেখড়ি নিলাম আমার ভাই থেকেই।তিনি প্রথমেই ক্যামারাটির বৃত্ত্বান্ত দেন এভাবে; ইলেক্ট্রো 35 এক নাগারে পনের বছর যাবত বিভিন্ন সংস্করণের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। এটা একটি কঠিন মেটালিক ক্যামেরা এর একটি বড় ভিউ ফাইন্ডার ও রেঞ্জফাইন্ডার আছে,রেঞ্জ ফাইন্ডারটি নাইকন ম্যানুয়াল রেঞ্জ ফাইন্ডারের তুলনায় অনেক পরিষ্কার।এর শাটার স্পিড ১/৫০০ থেকে অনায়াসে ৩০ সেকেন্ড বা তার বেশী নেয়া যায়।অটোমেটিক এক্সপোজার লকও আছে এবং এটি একটি প্রায় ফুল অটো ক্যামেরা।তাই উন্নত বৈশিষ্ট্যএর জন্য ফটোগ্রাফারদের মধ্যে গ্রহনযোগ্যতাও ছিল অতি জনপ্রিয়।
প্রথম ক্যামেরায় তোলা দুটি সাদাকালো ছবি
আমার জমানো টাকা দিয়ে প্রথমে সাদাকালো ফিল্ম কিনে ছবি তোলা শিখতে লাগলাম। ছবি তোলার পর নেগেটিভ ফিল্মকে পজিটিভ করার জন্য ডেভলাপ করতে গিয়ে দেখা যেতো ৩৬টা ছবির মধ্যে ২০টা ছবিই বাতিল হয়ে গিয়েছে।কিছুদিনের মধ্যে এই ছবি তুলতে গিয়েই লালমাটিয়ার এক ছেলের সঙ্গে পরিচয় হলো,সে বেশ এক্সপার্টও ছিল।ওই আমাকে নিয়ে গেল বলাকা সিনেমা হলের কাছে।সেখানে একটি চিপা গলিতে এফডিসির চুরি করা ফিল্ম রোলে ভড়ে বেশ কমদামে বিক্রি করতো।আর উপড়ে বলাকা বিল্ডিংএ শিকো নামের একটি ষ্টুডিও ছিল সেখানে খুউব কমদামে ছবি প্রিন্ট করতো।
তখনকার আমলে যত্রতত্র মোবাইলে ক্যামারা ছিলনা।তাই ক্যামেরাওয়ালাদের সমাদর ছিল ঈর্ষনীয়।নিজের আত্মীয় স্বজনদের বিয়ে,জন্মদিন বা এমনিতেই ছবি তুলে দেয়ার জন্য প্রায়শঃ দাওয়াত পেতাম।
ঢাকার বন্যায় এমনিভাবে আমার অনেক ছবি নষ্ট হয়ে গিয়েছিল
মনে পড়লে এখনো হেসে দিই এমন একটা ঘটনা দিয়ে শেষ করছি।আমার এক হিন্দু ক্লাসমেট তাদের সেন্ট্রাল রোডের বাড়ীতে নিয়ে গেল ছবি ঊঠিয়ে দেয়ার জন্য।দুপুরে সেই বাড়ীতে পেটপুরে খেয়ে নিয়ে ছবি ঊঠাতে লাগলাম।একটি মেয়ে ছিল খাটো,সেই আমলেই পায়ের নিচে ইট রেখে লম্বা সেজে গ্রুপ ছবি তুললো,আর বলতে লাগলো অনেকেই ছবি উঠায় কিন্তু ছবিগুলি দিয়ে যায়না।দাদা আপনি কিন্তু ছবিগুলি দিয়ে যাবেন।আমি প্রমিজ করলাম আবার খেতে এসে দিয়ে যাবো।হায়রে কপাল ডেভলাপ করে দেখি পুরা রোলটাই খারাপ বেড়িয়েছে

ক্যামেরাটির বৈশিষ্ঠ ছিলঃ
• From 1973 Yashica Camera Co., Japan
• Film type 35mm (up to ISO 1000)
• Lens Color Yashinon DX 45mm f1.7 (Color was just a marketing term)
• Filter size 55mm threaded, 57mm slip-on
• Focal range 2.6′ to infinity
• Shutter Copal Elec (Leaf)
• Shutter speeds B, 1/30, 30s-1/500 aperture priority (1/500 ONLY sans battery)
• Viewfinder coupled rangefinder with auto parallax correction
• Exposure meter lens mounted CdS, over/under lights in viewfinder. Other rangefinders had the meter on the lens for more accurate readings.
• Self-timer
• Battery check lamp
• Fast-action wind lever
• Lens: 45mm f/1.7. It's identical to an SLR lens.
• Close Focus 2.6 feet (0.8m)
• ASA Range (ISO) 1966-1973: 12~500. 1973-1977: 25~1,000.