আমাদের পরিমল স্যার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
পরিমল স্যারের খপ্পরে যে একবার পড়েছে তার অবস্থা দফারফা। নাম শুনলেই কেমন আতংক কাজ করে সবার মাঝে। ছেলে হোক আর মেয়ে হোক সকলেরই একই অবস্থা। ডিপার্টমেন্ট থেকে বের হওয়ার আগেই একটা একটি আবহ তৈরী করে ফেলেন তার উঁচু গলার স্বরে। ফলে ক্লাসে বা ক্লাসের সামনে যেখানেই হোক সাথে সাথে সকল ছাত্রছাত্রীরা তটস্থ হয়ে যায় সাথে সাথে। আর ক্লাসের বাহিরে ক্যাম্পাসে তো আরেক রুদ্রমূর্তি। উনি যে পথে ষ্টুডেন্টরা অন্য পথে।
উনি আর কেউ নন আমাদের ডিপামেন্ট হেড পরিমল কুমার শাহা। স্যারের রুদ্রভাব, কঠোর নিয়ম নীতির পাশাপাশি তার নামটা আরো পরিচিত আলোচিত পরিমল বাবু নামের এক কুলাঙ্গার শিক্ষকের বিশেষ কারণে।
পরিমল স্যার আমাদের স্কুলে ভর্তি ফেলছেন। স্কুলের মতো ক্লাস করতে হয় নিয়মিত। নিয়মিত ক্লাস , টিউটোরিয়াল, টেষ্ট পরীক্ষা, তার দেয়া হোম ওয়ার্ক ইত্যাদিতে কোন ছাড় নেই তার কাছে। এমনকি হরতালের মাঝে পুরো ক্যাম্পাসে ক্লাস না চললেও তার ডিপার্টমেন্ট ক্লাস পরীক্ষা ঠিকই চলবে ছাত্রছাত্রীর সংখ্যা যাই থাকুক না কেন। কোনদিন তার ক্লাসে উপস্থিত না থাকলে পরের ক্লাসে দাড়িয়ে থাকতে হবে নিশ্চিত, নূন্যতম হাজিরার সময় পর্যন্ত। হাজিরা শেষে কারণ শুনে অতঃপর বসার অনুমতি। তার জয়েন করার পর থেকে এই অবস্থা।
একদিন ক্যাম্পাসে ঝামেলা হলো । অন্যান্য ডিপামেন্টগুলোর ক্লাস বন্ধ কিন্তু পরিমল স্যারের কড়া নির্দেশ ক্লাস চলবে। যেই কথা সেই কাজ, ছাত্রছাত্রী সংখ্যা খুবই কম থাকলেও তিনি ক্লাস শুরু চালালেন, ক্লাস শেষে আবার প্রিন্সিপাল স্যারকে নিয়ে আসলেন ক্লাস হচ্ছে দেখানোর জন্য। টিউটোরিয়াল পরীক্ষার সময় চলছিলো টানা হরতাল। কিন্তু তার কড়া হুশিয়ারী পরীক্ষা হবেই। স্যার পরীক্ষার সিডিউল চেঞ্জ করলেন না, হরতাল হোক আর ভূমিকম্প হোক পরীক্ষা হবেই। হরতালে চলাচল ঝুঁকিপূর্ণ হলেও যেতে হলো ভয়ে ভয়ে যেতে হলো পরীক্ষা দিতে।
পরিমল স্যারের রুদ্রাত্বক খপ্পর থেকে বাঁচতে বাঁচতে নতুন ঝামেলার খপ্পরে পড়লো ডিপামেন্টের অনেকেই। নতুন ঝাক্কিঝামেলার নাম ফরম ফিলাপ। ফরম ফিলাপ শুরু হতেই টেনশন বেড়ে গিয়েছে সব ক্লাসমেটদের। কারণে স্যার ইতিমধ্যেই হুঙ্কার ছেড়েছেন যারা যেকোন একটি পরীক্ষায় অংশ গ্রহন করেনি বা ১০০ টা ক্লাসে উপস্থিত ছিলো না তার পরীক্ষা দেয়া হবে না। ক্লাসের অন্যান্যদের সাথে টেনশনে পড়ে গেলো "সেভেন সিস্টারস" নামে খ্যাত সাত বান্ধবীরাও। কারণ বেশী কিছুনা , স্যারের ঘোষিত সব অপরাধে দন্ডিত হওয়ার সম্ভবনা আছে ৭ জনের মাঝে অন্তত জয়া, নিতু ,ফারিয়া আর মৌসহ ৪ জনের। পরীক্ষা না দেয়া আর ক্লাস না করা উভয় অপরাধে অপরাধী।
ফরম ফিলাপের দিন আসতেই ঘনিয়ে আসলো বিপত্তি। হাসতে হাসতে কলেজে গিয়ে বাসায় ফিরতে হলো বলা চলে কাঁদতে কাঁদতে।" সেভেন সিস্টারস" একসাথে গিয়ে ফরম তুলতে গিয়ে দেখলো তাদের কয়েকজনের নাম ব্লাক লিস্টেড হয়ে গেছে। যারা পরীক্ষা দেয়নি বা ক্লাসে অনিয়মিত তাদের ফরম ফিলাপে লাগবে স্যারের অনুমতি। অনুমতি না থাকলে ফরমই প্রদান করা হবেনা। মহা মসিবত। অপমানিত হয়ে ফিরে আসা ছাড়া কোন উপায় থাকলো না।
ডিপামেন্টের আরো অনেকেরই একই অবস্থা। ক্লাসে উপস্থিতি কম অথবা পরীক্ষা গ্যাপ। উপায় কি? সবাইকে এপ্লিকেশন নিয়ে যেতে হবে পরিমল স্যারের দরবারে। কোন উপায় নেই। দীর্ঘক্ষন অপেক্ষার পর সকলের দরখাস্ত জমা হলো স্যারের টেবিলে আর সকলকেই দাড়াতে হলো সিরিয়ালে। যার নাম ডাকা হচ্ছে সে গিয়ে কারণ দর্শিয়ে বকা খেয়ে সাথে জরিমান দিয়ে পরীক্ষার অনুমতি নিয়ে আসছে।
বকা খাওয়াটা কষ্টের না হলেও দীর্ঘক্ষন সিরিয়ালে দাড়িয়ে থাকটা মেজাজটা বিগড়িয়ে দিচ্ছিল সকলের। নিতু, জয়া, মৌ, ফারিয়া একই সিরিয়ালে দাড়িয়ে আছে। যেই ফিরে আসছিলো সেই বকা খেয়ে কুপকাত। ঘন্টা ২ সিরিয়ালে দাড়িয়ে শুনতে হলো "টিসি নিয়ে দূরের কলেজে চলে যাও" "তোমরা অনার্স শেষ করতে পারবে তো" "ক্লাস পরীক্ষা ভালো না লাগলে শশুর বাড়ী চলে যাও" "পরীক্ষা দেয়া লাগবে না" ইত্যাদি কান গরম করা কথা আর প্রতি পরীক্ষার জন্য ১০০ টাকা করে জরিমানা প্রদান সাপেক্ষে সেদিনের মতো পরিমল স্যারের রোষালন থেকে উদ্ধার পেলো তারা।
সকালে ফরম ফিলাম করতে এসে দুপুর গড়িয়ে বিকাল হওয়ার পথে। সারাদিনের ক্লান্তি আর দাড়িয়ে থাকার অপমানের পর সামনের অন্তত দুইমাসের জন্য পরিমল স্যারের রক্তচোক্ষু থেকে আপাতত মুক্তি লাভ করে কিছু হলেও হালকা হলো "সেভেন সিষ্টারস"। কথা না বাড়িয়ে গেটের জব্বার চাচার দোকানে আইচক্রিম খেয়ে যে যার পথ ধরলে বান্ধবীরা।
পরিমলের স্যারকে নিয়ে যদিও আতংকে থাকি তবুও স্যারকে সম্মান করি সবসময়।
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন