সেই শরতের পর এই ঘোর লাগা শীত
মাঝখানে কেটে গেল কয়েক আলোকবর্ষ পথ
নগরীর এমাথা ওমাথা ক্লান্ত সুখের ভীড়
সবই একই আছে শুধু তুমি আমি পর
আমি ভুলে গেলাম সবকটা কবিতা
আমি ভুলেই গেলাম তোমাকে দেওয়া সবকটা কথা
ভুলে যেতে হয়
ভুলে যেতে দিতে হয়
এই ভাবে ভুলতে ভুলতে আমি ভুলেই যাই
নগরীটা মৃত এক কায়ার নাম
আমি ভুলে যাই তোমার আসবার কথা ছিলো
আমি ভুলেই যাই বসন্ত নামের অনাগত অতিথির নাম
ক্লান্ত সকল সুখের ভীড়ে
আমি শোকের মাতম নিয়ে শুরু করি নতুন বর্ষ
আমি আরও একবার স্মৃতি হাতড়ে
ধোঁকার স্মৃতিতে যুক্ত করি মাত্র একটা অংশ
যে শহরে তুমি নেই
তাকে আমি আজও শহর বলি না।
যে শহরে কৃষ্ণের পাগলামী নেই
সেই শহরের কোন বৈষ্ণবিকে আমি বিশ্বাস করি না।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৫