মৃত নগরী ৪
সেই শরতের পর এই ঘোর লাগা শীত
মাঝখানে কেটে গেল কয়েক আলোকবর্ষ পথ
নগরীর এমাথা ওমাথা ক্লান্ত সুখের ভীড়
সবই একই আছে শুধু তুমি আমি পর
আমি ভুলে গেলাম সবকটা কবিতা
আমি ভুলেই গেলাম তোমাকে দেওয়া সবকটা কথা
ভুলে যেতে হয়
ভুলে যেতে দিতে হয়
এই ভাবে ভুলতে ভুলতে আমি ভুলেই যাই
নগরীটা মৃত এক কায়ার নাম
আমি... বাকিটুকু পড়ুন