তব যাতনা মম বিষের বেদনা
এ হৃদয়ে আর নাহি সহে
দিয়াছি তোমারে যা কিছু নিকৃষ্ট
তবু এ প্রাণ নাহি ভোলে
তোমারে ভুলিতে দিন থেকে রাত
হাটিছি কত অসুর পথ
জগৎ মোর খোয়িয়ে দিয়াছি
হইতে তোমার পর
দূর থেকে দূর মরুপথ কান্তার
সকলই সহিয়া হইতে চাই তোমার
পরের পরের পর
মম এ হৃদয়ে যতখানি ব্যথা
মম এ প্রাণে যতখানি বিষ
মম এ হস্তে যতখানি অশ্রু
আর জায়নামাযে যতখানি দোয়া
হইতে চাই তোমার ততোখানি
পরের পরের পর
শ্বাসত এ হৃদয়ে নাহি তিলখানি আর
নাহি আর কোত্থাও এক বিন্দু প্রেম
তোমারে ভুলিয়া
জগৎ ভুলিয়া
আপনারে ভুলিয়া
সহস্র ক্রোশ কন্টক পথ পাড়ি দিয়া
আপন সত্তারে ছিন্ন ভিন্ন ছাড়খার করিয়া
পুরাইয়া
করি অগ্নিস্নান
লোকে কহে , অনলে পুড়িলে নাকি খাঁটি হয় সোনা
মম এ হৃদয় শুধু আত্মারে শুদ্ধিবার বাসনা রাখে.............................
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২১