হারিয়ে যাও তুমি মহাসাগরের ওপারে,
তলিয়ে যাও ভূমধ্যসাগরে,
তোমার স্মৃতি যেন কোত্থাও না রয়।
বিস্মৃতির অরন্যে তুমি এক নীল প্রজাপতি।
হারিয়ে যাও তুমি সর্বোচ্চ দূরত্বে,
তোমার বার্তা কেউ যেন না পৌছোয় আমায়।
আমি কেটুর চূড়োতে খুজব তোমায়।
অলিম্পাস মনসএ সৃষ্টি করব বিশুদ্ধতম প্রেম।
তোমার খোজে মহাকালব্যপী প্রার্থনা করব।
প্রলয়ঘন্টা বেজে উঠবে তখন,
খসে পরবে সৌরজগৎএর সকল নক্ষত্র,
সব নিশ্চুপ হয়ে যাবে,
একবিন্দু আলো নেই কোথাও!
এরপর প্রথম সৃষ্টি হবে তুমি , শুদ্ধতম পুরুষ ।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫১