কোন পথে যাবে বলো তুমি ক্রুদ্ধ যুবক এবার?
লাল চোখ ডাংগুলি খেলা হয়েছে অনেক সেবার
পারেনি তারা খোজ দিতে নক্ষত্র কোন আকাশে ওঠে
মনে পড়ে, সবশেষে তুমিও হেমলক নিয়েছিলে ঠোটে?
দেয়নি তোমাকে একটি জানালা বলেছিল দেবে সব,
বলেছিলো দেবে লাল জবা ফুল , রোদ্দুরে কলরব
কথা ছিল নীলসুতো বোনা স্বপ্নের হবে চাষ
প্রণয়ের মৌসুমে ভুলে যাবে চাষা দীর্ঘ উপবাস ।
ভুল বুঝে তাই তুমিও বহুদিন ধূর্ত শেয়ালের সাথে ছিলে
মিথ্যে শ্লোগানে কাঁপিয়েছ আকাশ হায়েনার হিংস্র মিছিলে
প্রেমিকার চোখ ভেবে যে চোখে রেখেছো তোমার চোখ
সেই চোখ সাপের চোখ তবুও চোখ তুমি রেখেছো অপলক,
কতটুকু খুন খেয়েছে তোমার জানোই নি তুমি বোকা,
ফুলের উদরেই ফুলের মত ছিলো কালোবিষ ছলনার পোকা,
আর কত তুমি তলাবে বল ডুবে গিয়ে নেশাতুর ঘোরে
সবকিছু তোমার লুট হয়ে যায় দেখো তোমার অগোচরে।
এবার তুমি ভুলে যাও রক্ত বেদনা প্রেমিকার খোঁপাগোজা ফুল
একবার তুমি রাজপথে এসো কুড়াবো সকল ভুল,
কতবার আর ঝড়াবে খুন হিংস্র হায়েনারা বলো,
হাজার হাজার বুকের রক্ত ঢেলে দেব আজ চলো,
দেশের ওপর চড়াও যারা মুখোশের আবরনে,
দ্রোহের আগুনে পোড়াব তাদের রাজপথে মহারনে।
আমার মাটি স্বপ্ন আমার, আমার ব্যকুলতা -
তেল গ্যাস পানি রক্ত আমার- এই হল শেষ কথা।
তুমি যদি আসো মিছিলে যুবক- এইবার হবে জয়
এখন সময় রক্তচক্ষুর- পিছু হটবার নয় ।
তোমাকে দেখে অস্ত্র-ভান্ডার খুলে দেয় যদি ওরা-
বুকের পাজর খুলে পারবে না তুমি বানাতে তীক্ষè ছোরা?
০৩.০৭.২০১১
(তেল গ্যাস আমাদের জাতীয় সম্পদ। কিছু মুখোশপরা দালাল এই সম্পদ অত্যন্ত নির্লজ্জভাবে বেনিয়াদেও হাতে তুলে দিতে চায়। তাদের সে প্রচেষ্টা রুখে দিন। সময় ফুরিয়ে যায়, দেশ রক্ষার আন্দোলনে শরিক হোন। দেশপ্রেমের পরাকাষ্ঠা প্রদর্শনের এমন দূর্লভ সুযোগ বারবার আসবে না।)