ভাবতেছি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন উপলক্ষে একটা নতুন রাজনৈতিক দল গঠন করুম যে দলের স্লোগান হবে "বাংলাদেশ ফার্স্ট"। এই দলের নির্বাচনী মেনিফেস্টোতে একটাই প্রতিশ্রুতি থাকবে আর তা হলও এই দল নির্বাচিত হলে পৃথিবীতে যত সূচক চালু আছে ও যে সূচকগুলোতে বাংলাদেশ এখনও ১ নম্বর স্হানঅধিকার করে নাই তা অর্জনের গ্যারান্টি দেওয়া ও পূর্বতম রাজনৈতিকদল গুলোর কষ্টার্জিত উন্নয়ন (১ নম্বর স্হান গুলো) ধরিয়া রাখিবার নিশ্চয়তা প্রদান করা।
ছবি কৃতজ্ঞতা: দৈনিক প্রথম আলো।
যে রাজনৈতিক দলগুলো গত ৪৭ বছর ধরে দেশ ও জাতিকে বিভিন্ন সূচকে সরাবিশ্বে ১ নম্বর স্থান অর্জনে সাহায্য করিয়াছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিয়া বলিতে চাই দেশ ও জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ। যেহেতু আপনারা গত ৪৭ বছরেও সব সূচকে দেশ ও জাতিকে ১ নম্বরে পৌঁছাইয়া দিতে পারেন নাই তাই দেশকে ১ নম্বর করিবার জন্য আপনাদের সামর্থ্য নিয়া দেশের মানুষ সন্দিগ্ধ। এরিস্টটল ও সক্রেটিসের মতো মূর্খ ব্যক্তিরা বলে গেছেন "যেখানেই সমস্যা সেখানেই সুযোগ"। তাই প্রস্তাবিত রাজনৈতিক দলটি দেশকে ৫ বছরের মধ্যে বিশ্বের সকল সুচকে ১ নম্বর করিবার এই অপূর্ব সুযোগ হাতছাড়া করিবার চায় না
প্রস্তাবিত "বাংলাদেশ ফার্স্ট" রাজনৈতিক দলটি দলের নেতা-কর্মী-সমর্থক সকলের মুখে একটাই স্লোগান থাকিবে "উন্নয়ন" কারণ তাদের দলটি প্রতিটি সূচকেই বাংলাদেশকে ১ নাম্বারে উন্নিত করিতে চায়। নতুন দলটি আপনাদের গ্যারান্টি দিতে চায় যে "বাংলাদেশ ফার্স্ট" রাজনৈতিক দলটি একবার সরকার পরিচালনা করিয়া রাজনীতির মাঠ থাকিয়া প্রস্থান করিবে কারণ প্রতিটি সুচকে দেশের ১ নম্বর স্থান নিশ্চিত করিবার পরে এই দলটির দেশ ও জাতিকে আর কোন উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার মতো অবশিষ্ট কিছু থাকিবে না; দেশের ও জাতির কাছ থেকে লুট করিবার মতো আর কিছু অবশিষ্ট থাকিবা না; সর্বোপরি দলটি তার রাজনৈতিক স্লোগানকে বাস্তব রুপ প্রদান করিবার পরে নিজের অভিষ্ট লক্ষে পৌছিয়া যাইবে।
আমি আশাকরছি, বাংলাদেশকে সারাবিশ্বে ১ নম্বর করিবার এই রকম অপূর্ব সুযোগ হাতছাড়া করিতে চাইবেন এই রকম চালাক নিশ্চয় আপনারা না.........সুতরাং, ভবিষ্যৎ রাজনৈতিক দল "বাংলাদেশ ফার্স্ট" এ যোগ দিতে ইচ্ছুক ব্লগাররা ভুট্রা ভাঁজা নিয়া লাইনে খাড়ান....লেট করলে কিন্তু দেরি হইয়া যাইবে
ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করিবার পরে মহাত্মা গান্ধী ভারতের শাসনভার গ্রহণ না করিয়া জওহরলাল নেহেরু এর উপর তা অর্জন করিয়াছিলেন। "বাংলাদেশ ফার্স্ট" রাজনৈতিক দলটি আগামী নির্বাচনে ক্ষমতায় আসিলেও ব্লগার মোস্তফা কামাল পলাশ মহাত্মা গান্ধির পথ অনুসরণ করিয়া সরকার প্রধান হইবে না। সামুর ব্লগারদের মধ্য হইতে সরকার প্রধান ও মন্ত্রীসভার সদস্যদের নিয়োগ দেওয়া হইবে। সুতরাং সামুর ব্লগাররা এখনই প্রস্তাব করুন কোন-কোন ব্লগারকে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর পদে দেখিতে ইচ্ছুক।
অতিরিক্ত তথ্যসুত্র: সত্যিই সেলুকাস, এ এক অদ্ভুত উন্নয়নের দেশ!
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪