আমরা অনেক সময় দেখেছি যে Pendrive Computer থেকে Remove করার সময় Message দেয় যে The Device Generic Volume cannot be stopped right now. Try stopping the device later. এই সময় যদি আমরা Pendrive Remove করি তাহলে Pendrive Damage হয়ে যেতে পারে। তাই এই সমস্যা সমাধানের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমরা ধারনা করি যে হয়তো Computer virus আছে। যদিও আমাদের ধারনা যে অমুলক তা নয়।
আগে আমাদের জানতে হবে কেন এমন হয়:
১। যদি Pendrive এর কোন Application Running তাহলে এই Message দেখায়।
২। অনেক সময় Application Running না থাকলেও এই Message দেখাতে পারে, হয়তো Pendrive এ Virus আছে। এবং এই Virus Background এ Run করছে।
প্রতিকারের উপায়:
১। যদি কোন Application Running অবস্থায় থাকে তাহলে সেটি বন্ধ করুন এবং তারপর Pendrive PC থেকে Remove করুন।
২। যদি কোন Appication Running অবস্থায় না থাকে তাহলে আপনি UNLOCKER নামক Software ব্যবহার করতে পারেন।
UNLOCKER কি?
Unlocker হল একটা Explorer Extension যা কোন Error Message থেকে আমাদের কে মুক্তি দেয় এবং Device কে Safety রাখে
Software টি এখানে ।
Unlocker ব্যবহার পদ্ধতি :
১। Unlocker Install করুন
২। Pendrive এর উপর Right Button click করে Unlocker Select করুন।
৩।এবার Unlock All Select করুন তাহলে আপনার Device Safely Remove হবে।
৪। যদি না হয় তাহলে Kill Process এ Click করুন।
৫। এর পরেও যদি না হয় তাহলে PC Shutdown করুন, তারপর Pendrive Remove করুন। তা না হলে আপনার Pendrive Damage হয়ে যেতে পারে।
আশা করি এতে আপনারা উপকৃত হবেন। যদি এছাড়া অন্য কোনো সিস্টেম থাকে তাহলে দয়া করে শেয়ার করবেন।