তখন ক্লাস টেনে পড়ি।সকাল সাতটার সময় হাবিব স্যারের কাছে হিসাব বিজ্ঞান পড়তাম।আমাদের ব্যাচে ছেলে-মেয়ে দিয়ে ছিল মোট বারো জন পড়ত।প্রতিদিনের মত সেদিনও যথা সময়ে স্যারের কাছে পড়তে গেছি।সাতটার মধ্যে সবাই স্যারের কাছে পড়তে চলে আসলেও তখনও জেসমিন ও রুপা পড়তে আসেনি।
পড়া শুরু হওয়ার ১৫ মিনিট পরে ওরা দুজন এলো।সবাই অংক করছি।এমন সময় নিপা বলল,কিরে জেসমিন আজকাল রুপচর্চা কি বেশি করছিস?
সাথে করে ফেয়ার এন্ড লাভলী নিয়ে এসেছিস দেখছি।আমরা সবাই তাকিয়ে দেখি জেসমিনের বইয়ের পাশে একটি ফেয়ার এন্ড লাভলীর মোড়ক।জেসমিন বলল,আসার সময় এক বুড়ো ফেরীওয়ালার সাথে দেখা, আমাদের দেখে বলল,ফেয়ার এন্ড লাভলী কিনব কিনা?বুড়োটি খুব করুন সুরে বলায় বললাম,দাম কত?
বুড়োটি বলল ২৫ টাকা দাম।৩৫ টাকা দামের ফেয়ার এন্ড লাভলী ২৫ টাকাদাম তাই কিনলাম।
আমার মনে কেমন সন্ধেহ হল।তাই জেসমিনকে বললাম,দেখিতো ফেয়ার এন্ড লাভলীর খাপটা।
ভাল করে দেখি জেসমিনের ফেয়ার এন্ড লাভলীর মোড়কের গায়ে লেখা আছে ফেয়ার এন্ড লাকলী!
পরে তো আমরা জেসমিনের বোকামীর জন্য হেসেই গড়াগড়ি।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১০