রেডিও আমাদের জীবনের সাথে ওতপ্রত ভাবে জড়িত।আগে যখন টিভি কম্পিউটার কম ছিল তখন মানুষের একমাত্র ভরষা ছিল এই রেডিও।
রেডিওর মাধ্যমে আমরা কত কি শুনতে পারি,গান-সংবাদ-নাটক আরও অনেক কিছু।আমিও অনেক শখ করে একটা রেডিও কিনেছিলাম।
দাম নিয়েছিল গুনে গুনে ২৫০ টাকা!দুদিন বেশ ভালই চলছিল তারপর থেকে শুরু হল ঘ্যার-ঘ্যার,সা-সা আরও যতসব উদ্ভট শব্দ যা বাংলা ভাষায় লেখা সম্ভব নয়।মাঝে মাঝে দেই থাবা।যেই একটু থাবা মারি তখন একটু ভাল শোনা যায়।আবার পরক্ষনেই সেই শব্দ।দিনের বেলা শব্দটা বেশি কিন্তু রাতের বেলা একটু ভাল।
রাতে ঘুমাবার সময় গান শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়ি টেরই পাইনা।সকালে উঠে দেখি রেডিও তখনও খোলা।ব্যাটারি দুদিনেই শেষ।
ব্যাটারি কিনে কিনে আর পারা যায় না।ইদানিং যেন পাল্লা দিয়ে ব্যাটারির চার্জ ফুরায়।তাই সমস্যা টা যেন প্রবলেম হয়ে দাড়িয়েছে।
কি করা যায়,কি করা যায়? হ্যা চার্জার মেশিন ও চার্জার ব্যাটারি কিনতে হবে।যেমন ভাবনা তেমন কাজ।
কিনে ফেললাম সব কিছু কিন্তু রেডিও আমার দিনকে দিন খারাপ অবস্থার দিকেই চলছে।গান হলে একটু শোনা যাচ্ছে তো পরের টুকু আর শোনা যাচ্ছে না।
যেই শোনা যাচ্ছে না সেই দিচ্ছি চড়।চড় খেয়ে রেডিও আমার আবার চালু!
সেদিন একটা গান হচ্ছিল, আমার লান হইয়া যায় ----- (চড়) হাতের লেখা----(চড়) আবার হবে দেখা -----।
বুঝতেই পারছেন এমন করে গান শুনতে কেমন লাগে?
চড় না দিলে যে গান হতেই চাইনা।চড় খাওয়া রেডিওটার অভ্যাস হয়ে গেছে।ভাবছি এটা বিক্রি করে অন্য আরেকটি নতুন রেডিও কিনব।
কিন্তু কে কিনবে এই নষ্ট রেডিও?তবু্ও যদি কেউ কেনে।যাদের চড় মারার অভ্যাস আছে তারা এই রেডিওটা কিনতে পারেন।
গান শুনবেন আর চড় মারবেন।সামুর সকল পাঠকদের বলছি,যদি আমার এই রেডিওটা বিক্রি করে দিতে পারেন তবে তাকে ০.০১% লাভ দেব।
আর যদি কেউ কিনতে চান তবে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।দামটা খুব কমই নেব।
এই মূহুর্তে দামটা বললাম না।আলোচনা সাপেক্ষেই না হয় দামটা করা যাবে।তাড়াতাড়ি আসবেন।কারন আগে আসলে আগে পাবেন।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১১