ভেবেছিলাম আর দুঃখ পাব না
তবু রামধনুর রং গুলো আর বদল হলনা।
গাছ থেকে ঝরে পড়ে শুকনো পাতা যেমন
দুঃখ তেমন ঝরে পড়েনা।
হৃদয়ে-হৃদয়ে ধাক্কা খেলে কি
দুঃখ আরও বেড়ে যায়?
আহত মনে ব্যাথা পেলে
ব্যাথা বুঝি আরও বেশি লাগে?
বড় শখ করে আমাকে বলেছিলে
আর লিখনা দুঃখের কবিতা।
কত-শত কবি তা লিখে গেছে সেই কবে
তুমি বরং সুখের কবিতা লেখ।
আমি থমকে গেলে কখনও
কবিতা আমায় বাঁচার পথ দেখায়
একটা কবিতা লিখতে বসে
ঝুপ করে ঝরে পড়ল দুঃখগাথা।
কবিতা লেখা থাক
আমি বরং ঘুড়ি উড়াই
এখন দেখি দুঃখের নাটাই আমার হাতে।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৯