চকচকে সোনালি রংয়ের সোনা দেখে মেয়েদের মন লোভে লালিয়ে উঠে।মজার মজার খাবার দেখে লোভী পেটুকদের যেমন জিভে লালা চলে আসে ঠিক তেমনই সোনা দেখে মেয়েদের মনে লালা চলে আসে।সোনা যদি পরার জিনিস না হয়ে খাওয়ার জিনিস হত তবে প্রতিদিনই এদের কে সোনা খেতে না দিলে এরা যেন মরেই যেত! অদ্ভুদ একটা টান এই মেয়েদের সোনার প্রতি। সোনা ছাড়া এরা যেন কিছুই বোঝে না। তাদের কে কিছু না দিলেও সোনা তাদের দিতেই হবে। বিয়ের সময় যে মেয়ে যত সোনা পায় সে মেয়ে তত খুশি হয়। সোনা বিহীন কোন মেয়ের বিয়ে হয়েছে কিনা সন্ধেহ। বিয়ের সময় মেয়েদের সোনা দেওয়া যেন বাধ্যতা মূলক। যে মেয়ের কাছে সোনা বেশি থাকে সে মেয়ের মূল্যও যেন বেশি।কোন মেয়ের যদি সোনা হারিয়ে বা ছিনতাই হয়ে যায় তবে তার যেন অর্ধেক জীবন বেরিয়ে যায়। মেয়েরা তার জীবন দিতে প্রস্তুত তবে সোনা দিতে নয়।
কোন মেয়ে অসুস্থ তার রোগ কিছুতেই সারতে চাচ্ছে না? দুই ভরি সোনা নিয়ে তার কাছে যান এবং বলুন এই সোনা শুধুই তোমার,দেখবেন সেই অসুস্থ মেয়েটি কেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে।আজকাল শহরে খুবই সোনা ছিনতাই হয়। সে কারনে মেয়েরা সোনার বিকল্প ইমিটেশন ব্যবহার করছে। এতে অবশ্য তারা খুব অসস্থিতেই আছে। কারন আসল সোনা পরে তারা অন্যকে দেখাতে পারছে না। মেয়েরা সোনার কথা শুনলে তাদের মাথা যেন ঠিক থাকে না।যে করেই হোক বছরে অন্তত একবার সোনা না কিনতে পারলে তারা যেন কিছুতেই সস্থি পায়না। তার উপর ডিজাইন নিয়েও অনেক তালবাহানা ।আজ এ কানের দুল ভেঙে ওই ভাবির কানের দুলের মত বানাতে হবে। কাল আবার ওটা ভেঙে আরেক ভাবির কানের দুলের ডিজাইনের মত করা।এমনই ভাবে চলে তাদের দিন।
সোনার যদি একটু কম দাম হত তাহলে মেয়েরা কেজি কেজি সোনা কিনে তা দিয়ে অলংকার বানিয়ে সারা শরীরে ঝুলিয়ে বসে থাকত।নাওয়া খাওয়াও লাগত না।কয়েক মাস আগে আমাদের এখানে একটি লোকাল পত্রিকায় পড়েছিলাম, দুজন মহিলা এক গ্রামে গিয়ে ইমিটেশন বের করে বাড়ির মহিলাদের কাছে দেখিয়ে বলল,আপা অনেক দূর থেইক্যা আইছি এই সোনা গুলি বিক্রি কইরা আবার বাসায় চইলা যামু।অনেকে বলল নেবনা। তারা বলল দাম খুব কম নেব।দাম কম শুনে তারা যে যা পারল আগে ভাগে কিনে নিল।পরে তারা সেই সোনা স্বর্নকারের কাছে নিয়ে গেলে স্বর্নকার বলল,এগুলো আসল নয়।তারপর তারা টাকা হারানোর শোকে কেঁদে কেটে আকাশ বাতাস ভারি করতে লাগল।
আপুদের বলছি,সোনা সোনা করে পাগল হবেন না। আপনাদের এই সোনা গহনা দিতে গিয়ে ভাই গুলো আমার বড়ই অসহায় হয়ে পড়েন।
সোনার বিকল্প ইমিটেশন ব্যবহার করুন।এতে করে আপনাদের সোনার চাহিদও কিছুটা পূরন হবে। আমার ভাইয়াদের ও পকেটের টাকা বাঁচবে।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৮