তোমারা আমাদের এনে দিয়েছিলে
একটি স্বপ্নের দেশ
এনে দিয়েছিলে একটি সোনালী প্রভাত
পাখির মিষ্টি সুরের গান।
তোমরা আমাদের এনে দিয়েছিলে
একটি লাল সবুজের পতাকা
এনে দিয়েছিলে প্রবাহমান নদী
একটি বিস্তৃত সমুদ্র।
তোমরা আমাদের এনে দিয়েছিলে
নতুন কচি পাতার বসন্ত
এনে দিয়েছিলে ক্লান্ত পথিকের জন্য
সুশীতল বটবৃক্ষের ছায়া
গ্রাম্য বধুর মুখে সলাজ হাসি।
তোমরা আমাদের এনে দিয়েছিলে
বর্ষার কদম ফুল
শরতের কাশ ফুল
এনে দিয়েছিলে কুয়াশা মাখা ভোর
শিশির ভেজা ঘাসের বিছানা।
তোমরা ছিলে নির্ভীক
তোমরা আমাদের সেই একাত্তরের বীর মুক্তিযোদ্ধা
তাই তোমাদের স্মরণ করি কৃতজ্ঞচিত্তে।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২২