আজ এই বন্ধু দিবসে কাউকে যদি জিজ্ঞেস করি বন্ধুত্ব বলতে কি বুঝেন? তাহলে কপালে মার আছে নিশ্চিত। তারপরও আজকের এই দিনে আপনাদের কাছে খুব জানতে ইচ্ছে করছে আপনারা বন্ধু বলতে কি বুঝেন? আমার কাছে বন্ধু বা বন্ধুত্ব কি? আমার কাছে বন্ধুত্ব হল এমন একটা সম্পর্ক যে সম্পর্কটা শুধু মাত্র মনের উপর ভিত্তি করে গড়ে উঠে । এই একটা সম্পর্কের কোন সূত্র নেই। আপনি আপনার বাবাকে বাবা বলে ডাকেন কারন আপনি তার ঔরশজাত সন্তান। আপনি আপনার মাকে মা বলে ডাকেন কারন আপনি আপনার মায়ে গর্ভে জন্ম গ্রহন করেছেন। আপনি আপনার ভাই বোনকে ভাই বোন সম্মোধন করেন কারন তারা আপনার মা-বাবার ঔরশজাত সন্তান। এ ভাবে আপনি যে সম্পর্কের কথায় বলেন না কেন তার কোন না কোন একটা সূত্র আছে। শুধু এই বন্ধুত্বের সম্পর্কে কোন সূত্র নেই। তাই আমি আমার জীবনে সবচেয়ে বেশি প্রাধান্য দেই এই বন্ধুত্বের সম্পর্কটাকে। জীবনে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি এই বন্ধুদের কাছ থেকেই। সামান্য বিষয়ে তাদের স্বার্থপরতা দেখে আমি অবাক হয়েছি। তবুও সব সময় চেয়েছি তারা সুখে থাকুক। আমি নতুন করে কোন বন্ধুত্ব করিনি এগারো বছর হয়ে গেছে।বন্ধুত্বের অনেক রুপই দেখেছি।তারপরও আমি কখনও আমার বন্ধুদের ঘৃনা করতে পারিনি। ভালবেসে গেছি সবসময়।যদিও অভিমানে তাদের কাছ থেকে দূরে সরে আছি।সব সময় কামনা করি বন্ধুরা ভাল থাকুক অফুরন্ত অনিঃশ্বেষ।
বন্ধু নিয়ে এই বন্ধু দিবসে একটি কবিতা শেয়ার করলাম।
** বন্ধুত্ব **
সেকেন্ড ঘন্টা মাসের হিসাব গুলো
কখন যে বছরে গড়ালো
বুঝতেই পারিনি।
হয়তো যুগের পর যুগের হিসাবও হবে
তোর আর আমার এই বন্ধুত্বের।
দৃশ্যত কিংম্বা অদৃশ্যত
আমরা কেউ এই পৃথিবীতে স্থায়ী নয়।
তারপরও আমরা হয়তো
যুগ কাল অতিক্রান্ত করে
আমাদের এই সম্পর্ককে
স্থায়ী করে যেতে পারব।
সম্পর্ক মানেই যে সুখ তা নয়
কিছু কিছু সম্পর্ক
মনের যত অসুখেরও কারন হয়।
তবু মানুষ সম্পর্কে জড়িয়ে পরে
কেউ সুখের আশায় আবার কেউ
নিজের অজান্তে কষ্টকে কাছে পেতে।
তবু বন্ধুত্বের সম্পর্ক নিয়েই
তুই পাশে থাকবি চিরদিন
তোকে পাশে রেখেই আমি
সেকেন্ড- ঘন্টা- মাস- বছর আর
যুগের হিসাব করে যেতে চাই।
> সামুর সব বন্ধুদের প্রতি রইল বন্ধু দিবসের শুভেচ্ছা।হ্যাপি ফ্রেন্ডশীপ ডে।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৫