নিজের একাকিত্ত ঘোচাতে আসি এই ব্লগে। যে লেখাটি ভাল লাগে পড়ি যেটা ভাল লাগেনা পড়িনা।বরাবরই নিরিবিলি থাকতে পছন্দ করি। কিন্তু এই ব্লগেও হৈচৈ কম না। কাঁদা ছোড়াছুড়ি চলে একে অপরে।যারা এই সব করেন তাদের কাছে অনুরোধ এসব দয়া করে বাদ দিন।
যে যার মত করে ব্লগিং করুক, আপনার যাকে ভাল লাগে না তাকে এড়িয়ে চলুন।
থাক এসব কথা আশা করি সকলের দ্রুত শুভ বুদ্ধির উদয় হবে।
এর আগে একটি পোষ্ট করেছিলাম ,আসুন সবাই মিলে একটা গান গাই শিরোনামে।সেখানে যে গানটি দিয়েছিলাম সেটা সুর করে গেয়েছিলেন আমাদের প্রিয় ভাই নাঈম জাহাঙ্গীর নয়ন ভাই। গত কাল নয়ন ভাই আমকে দায়িত্ব দিলেন সাগর নিয়ে গান লেখার।
আমি আগেই বলেছি,কবিতা টুকটাক লিখতে পারলেও আমি কখনও গান লিখিনি। গান আমি লিখতে পারিনা।
নয়ন ভাই গানটি লেখার কথা বলার পর থেকেই ভাবছিলাম কি লিখব।মনের চোখে সমূদ্র দেখছিলাম। একটু আনমনে হয়ে গুন গুন করছিলাম।
রাত দশটার পরে খাতা কলম নিয়ে বসেও পড়লাম আর চেষ্টা করলাম সমূদ্র নিয়ে একটা গান লিখতে।
জানি গানের গ ও হয়নি। যা লিখেছি আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমরা সবাই মিলে গানটিকে পূর্নতা দিতে চেষ্টা করব। আশা করি আপনারা হেল্প করবেন।
নয়ন ভাই আপনি গানটিকে কাট ছাট করে দেখেন একটা ভাল গানে রুপান্তরিত করতে পারেন কিনা।
আমার বুকের ভেতর
আছে একটা সমূদ্র
তুই দেখবি কি তার বিশালতা।
ইচ্ছে হলেই আসবি কাছে
বাসবি আমায় ভাল
বুকের সমূদ্রটা আমার ছড়ায় ভিষন আলো।
থৈ থৈ থৈ অথৈ জলে
নাও ভাসাইয়া দে
তোকে ভাল বাসতে বাসতে
আমার জীবন গেল যে।
আমার বুকের ভেতর
আছে একটা সমূদ্র
তুই দেখবি কি তার বিশালতা।
ভিষন মেঘে আকাশ কাল
মনটা কি তোর আছে ভাল
চলনা ভাসি এই ক্ষনেতে
মনের সমূদ্রে।
আমার বুকের ভেতর
আছে একটা সমূদ্র
তুই দেখবি কি তার বিশালতা।
ইচ্ছে হলেই আসবি কাছে
বাসবি আমায় ভাল
বুকের সমূদ্রটা আমার ছড়ায় ভিষন আলো।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৩