তাপসী,
অনেক দিন লিখিনা তোকে তাই না?
কি করব বল সময় পায়না যে।তুই যে ভয়টা পাস সেটা হয়তো সত্যি হতে পারে।বিয়ের পরে তোকে লেখার সময় হয়তো পাব না।
বিয়ে বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমাদের অভিবাবকরা অতটা চিন্তিত নয়।
আজ কালকের অভিবাবকরা শুধু ছেলে মেয়েদের ক্যারিয়ার নিয়েই ভাবে,
ভাবে তারা কি ভাবে প্রতিষ্ঠিত হবে।এই ভাবনার ভেতরে তারা তাদের সন্তানের একাকিত্তের কথা একবারও ভাবে না।
আমি দেখেছি আমাদের সমাজে বেশির ভাগ অভিভাবকরা ইসলামের অন্য সব আহকাম মানতে সন্তানদের তাড়া দিলেও বিয়ের ব্যাপারে কোন কথা বলে না।
অথচ নামাজ ও সিয়ামের মত কোরানে আল্লাহ বিয়ের কথাও বলেছেন।
থাক এসব কথা আমরা কোন দিন অভিভাবক হলে ভাল অভিভাবক হওয়ার চেষ্টা করব।তুই কি বলিস?
তোকে এখন কেন লিখিনা কি নিয়ে আমি ব্যাস্ত তা তো তুই জানিস।যত ব্যাস্তই থাকি না কেন তার মাঝেও তোকে লিখতে ইচ্ছে করে।চেষ্টা করব মাঝে-মাঝে তোকে লিখতে।
আজ আর লিখছি না।ভাল থাকিস।
শেষে একটা কাব্য কনা হয়েই যাক-
কে বলেছে
গেছি তোমায় ভুলে
এই দেখনা নাম লিখেছি তোমার
হাজার ফুলে-ফুলে।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৩