গান গাইতে কে না ভাল বাসে? যার মূখে কখনও গান শোনেননি সেই মানুষটিও মাঝে মাঝে আপন খেয়ালে মনে মনে গুন গুনিয়ে গান গেয়ে ওঠে।
আর বাথরুম সিঙ্গারের তো আমাদের দেশে অভাব নাই। আমিও ওই বাথরুম সিঙ্গারদের দলেই। আজ পর্যন্ত কারও সামনে গলা ছেড়ে গাইতে পারিনি।
লজ্জা লাগে খুব। তবে মাঝে মাঝে মনে হয় গলা যায় হোক সবার সামনে গলা খুলে গেয়ে ফেলি একটা গান।
কবিতা টুকটাক লিখলেও কখনও গান লেখা হয়নি। দু একটি লেখার চেষ্টা করেছি তবে সে গুলো আদৌ কোন গান হয়েছে কিনা জানিনা।
আগে নিজের মনেই নতুন কথা বসিয়ে নিজের সুরে গান গেয়ে উঠতাম। নিজের এমন দক্ষতা দেখে নিজেই বেশ পুলকিত হতাম! আজ আপনাদের সাথে আমার লেখা একটি গান শেয়ার করছি। গানটি উৎসর্গ করছি আমার প্রিয় ব্লগার নাঈম জাহাঙ্গীর নয়ন ভাইকে।
নয়ন ভাই গানটিকে আপনি কাটছাট করে আরও সুন্দর করতে পারেন কিনা দেখবেন। আর এটিকে সুর করে গেয়ে আমাদের সাথে শেয়ার করবেন।
ভাল থাকুন নয়ন ভাই।
হারিয়ে যাওয়া মানুষ গুলোকে আবার আমি খুজছি
হারিয়ে যাওয়ার ব্যাথাটাকে আবার আমি বুঝছি
যে হারিয়ে যায় সে তো আর আসে না ফিরে
জীবনের পদচারনায় সেতো শূন্য।
এখন আর রাত জেগে হয়না দেখা
ওই আকাশের চাঁদ তারা
জীবন আমি ভাবতে পারিনা কিছুতেই তুই ছাড়া
তুই ছাড়া মন আমার ভরা শুধু শূন্যতায়।
কতনা প্রহর কেটেছে শুধুই তোর জন্য
ভাবতে পারিনি এ জীবনে তুই ছাড়া কিছু অন্য
শেষমেস তাই জীবন আমার ভরা শুধু শূন্যতায়।
হারিয়ে যাওয়া মানুষ গুলোকে আবার আমি খুজছি
হারিয়ে যাওয়ার ব্যাথাটাকে আবার আমি বুঝছি
যে হারিয়ে যায় সে তো আর আসে না ফিরে
জীবনের পদচারনায় সেতো শূন্য।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১২